Skip to main content

তুরস্কে ৪৩ সাংবাদিকের ১৫ বছর করে সাজা দাবি সরকারি কৌশলির

ইমরুল শাহেদ : সন্ত্রাসের অভিযোগে বৃহস্পতিবার তুরস্ক রেডিও ও টেলিভিশনের (টিআরটি) সাবেক ৪৩ জন সাংবাদিকের ১৫ বছরের করে সাজা দাবি করেছেন সরকারি কৌশলি। এই ৪৩ জন সাংবাদিকের আংকারার হাই ক্রিমিনাল কোর্টে শুনানির সময় কৌশলি এই দাবি জানান। তার মতে এই ৪৩ জন সাংবাদিক সন্ত্রাসী সংগঠনের সদস্য। তাদের মধ্যে নয়জন সাংবাদিক বিচার শুরুর অপেক্ষায় আটক আছেন। অন্যেরা জামিনে আছেন।   ২০১৫ সালের ১৫ জুলাইয়ের ব্যর্থ অভ্যুত্থানের পর যাদের সাজা হচ্ছিল এসব সাংবাদিকরাও তাদের মধ্যে রয়েছেন। তুরস্কেই বিশ্বের সর্বাধিক সাংবাদিককে জেল দিয়েছে। সাম্প্রতিক স্টকহোম সেন্টার ফর ফ্রিডম (এসসিএফ)-এর তথ্য-উপাত্ত থেকে দেখা যায়, ২৩৭ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী জেলে আটক রয়েছেন। ১৬৯ সাংবাদিক বিচারের অপেক্ষায় রয়েছেন। সাজা হয়েছে ৬৮ জনের। আরও ১৪০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি আছে। তারা রয়েছেন বিদেশে। টার্কিশ মিনিটস

অন্যান্য সংবাদ