শিরোনাম
◈ আবদুল্লাহ জাহাজে খাবার থাকলেও সংকট বিশুদ্ধ পানির ◈ কিছুটা কমেছে পেঁয়াজ ও সবজির দাম, বেড়েছে আলুর ◈ দেশের ৯২ শতাংশ মানুষ দ্বিতীয় কোনো ভাষা জানেন না, সময় এসেছে তৃতীয় ভাষার ◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০১৮, ০৩:৪২ রাত
আপডেট : ০৩ নভেম্বর, ২০১৮, ০৩:৪২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চীনা চাকরির বাজার স্থিতিশীল অবস্থানে রয়েছে

নূর মাজিদ : চলতি বছরের প্রথম তিন প্রান্তিক শেষেও স্থিতিশীল অবস্থানে রয়েছে চীনের চাকুরির বাজার। এই সময়ে চীনের শহরাঞ্চলের বেকারত্বের হার হ্রাস পাওয়ার ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। দেশটির অভ্যন্তরীণ বাজারের চাহিদা বৃদ্ধি পাওয়ায় যেসকল নতুন শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে তাদের কর্মী নিয়োগ এই ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছে। গত বুধবার দেশটির রাষ্ট্রীয় সুত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা শিনহুয়া এসব তথ্য জানিয়েছে।

দেশটির সরকারি সুত্র জানায়, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশটিতে ১ কোটি ১০ লাখ কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। গত বছরের একই সময়ের তুলনায় এই সংখ্যা এক লক্ষাধিক বেশি। চীনা মানব স¤পদ ও সামাজিক নিরাপত্তা অধিদপ্তরের মুখপাত্র লু আইহং এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। লু বলেন, ‘আমরা চলতি বছরের জন্য নির্ধারিত কর্মসংস্থান সৃষ্টির লখ্যমাত্রা আরেকটি শেষ প্রান্তিকের আগেই অর্জন করেছি। এছাড়াও আমাদের কলেজগুলো থেকে পাশ করা ছাত্রদের জন্যেও চাকুরির বাজারে প্রচুর সুযোগ রয়েছে। গ্রামীণ অর্থনীতিতেও শ্রমিকদের চাহিদা বাড়ছে।’

চলতি বছর চীনা শহরাঞ্চলে বেকারত্বের হার ৩ দশমিক ৮২ শতাংশে নেমে এসেছে। যা এর আগের প্রান্তিকে ছিলো ৩ দশমিক ৮৩ শতাংশ। অর্থনীতি বিশেষজ্ঞগণ জানিয়েছেন, দেশটির অভ্যন্তরীন চাহিদা ভিত্তিক অর্থনীতিক বিকাশের যে পরিকল্পনা চীনা সরকার নিয়েছে তারই সুফল হিসেবে আপাতত দেশটির চাকুরির বাজারবানিজ্য যুদ্ধ শুরু হওয়ার পরেও স্থিতিশীল অবস্থান ধরে রেখেছে। বিগত তিন প্রান্তিকে দেশটিতে ৫০ লাখ নতুন ব্যবসার নিবন্ধন দেয়া হয়। যার দৈনিক সংখ্যা দাড়ায় গড়ে ১৮ হাজার। এই সকল ব্যবসায় শ্রমচাহিদা ধরে রাখতে মুখ্য প্রভাবক হিসেবে কাজ করছে। ফিনান্সিয়াল টাইমস

  • সর্বশেষ
  • জনপ্রিয়