শিরোনাম
◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ মুজিবনগর সরকারের ৪০০ টাকা মাসিক বেতনের কর্মচারি ছিলেন জিয়াউর রহমান: পররাষ্ট্রমন্ত্রী ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি ◈ টাইমের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকায় বাংলাদেশের মেরিনা ◈ দেশের মানুষকে ডাল-ভাত খাওয়াতে  ব্যর্থ হয়েছিল বিএনপি : প্রধানমন্ত্রী ◈ দক্ষিণ লেবাননে ইসরায়েল ফসফসরাস বোমা হামলা ◈ ঝালকাঠিতে ট্রাকচাপায় নিহতদের ৬ জন একই পরিবারের ◈ কেএনএফ চাইলে আবারও আলোচনায় বসার সুযোগ দেওয়া হবে: র‌্যাবের ডিজি ◈ ওবায়দুল কাদেরের হৃদয় দুর্বল, তাই বেশি অবান্তর কথা বলেন: রিজভী ◈ মুজিবনগর দিবস বাঙালির শৃঙ্খলমুক্তির ইতিহাসে অবিস্মরণীয় দিন: প্রধানমন্ত্রী

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০১৮, ০৩:৪০ রাত
আপডেট : ০৩ নভেম্বর, ২০১৮, ০৩:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উল্লাপাড়ায় মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতির বিরুদ্ধে অনিয়মের অভিযোগ

শিশির আলম, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের উল্লাপাড়ার আগ দিঘল গ্রাম সিনিয়র আলিম মাদ্রাসার সাবেক সভাপতি মো: আবু জাফরের বিরুদ্ধে নানা অনিয়ম ও প্রায় সাড়ে ৫ লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে।

উল্লাপাড়া উপজেলার উধুনিয়া ইউনিয়নের আগদিঘল গ্রামের বাসিন্দা কেসমত আলী অভিযোগ করে বলেন, আগ দিঘল গ্রাম সিনিয়র আলিম মাদ্রাসার সাবেক সভাপতি মো: আবু জাফর ২০১৬-২০১৭ অর্থ বছরের মাদ্রাসার জালসায় আদায়কৃত ধান বিক্রি সহ জমি ও পুকুর লিজ দেওয়া থেকে আয় হওয়া যাবতীয় অর্থ সূমহ প্রতিষ্ঠানের ফান্ডে বুঝিয়ে না দিয়ে সর্বমোট প্রায় সাড়ে ৫ লক্ষ আত্মসাতের পায়তারা করে আসছে। এব্যাপারে ওই প্রতিষ্ঠানে অধ্যায়নরত ছাত্র/ছাত্রীদের অভিভাবক গন একাধিক বার অভিযুক্ত সাবেক সভাপতি মো: আবু জাফর এর নিকট হিসাব চাইলে তিনি হিসাব দিতে অস্বীকার করেন।

এছাড়া সম্প্রতি নতুন ম্যানেজিং কমিটি গঠন করা হলেও তিনি নতুন কমিটির নিকট দায়িত্ব হস্তান্তর না করে স্বেচ্ছাচারিতা করে আসছে। এতে করে উক্ত প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন হওয়া এবং উন্নয়ন কার্যক্রম বাধাগ্রস্থ হয়ে আসছে। এব্যাপারে তদন্ত সাপেক্ষে ব্যাবস্থা নেওয়ার আবেদন জানিয়ে উপজেলা নির্বাহি অফিসার বরাবরে একটি অভিযোগ দায়ের করা হয়েছে।

এব্যাপারে উক্ত ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল কুদ্দুস জানান, ওই প্রতিষ্ঠান সমন্ধে এলাকার গণ্যমান্য ব্যাক্তিরা অবগত আছে এনিয়ে কয়েক দফা সালিষ দরবার হয়েছে। কিন্তু সাবেক সভাপতি আবু জাফর সাহেব কাউকেই তোয়াক্কা করে না। কর্তৃপক্ষের হস্তক্ষেপ ব্যাতিত এটা সুরাহা হবে না।

উধুনিয়া ইউনয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জলিল বলেন, ওই প্রতিষ্ঠানের অর্থনৈতিক বিষয়ে অনেক জটিলতা রয়েছে এজন্য নতুন কমিটিকে দায়িত্ব হস্তান্তর না করে নানা পায়তারা করে আসছেন সাবেক সভাপতি আবু জাফর। এলাকাবাসির অনুরোধে আমি মৌখিকভাবে তাকে অবগত করেছি কিন্তু তিনি কর্নপাত করেননি। এব্যাপারে কর্মকর্তারা ব্যবস্থা না নিলে এভাবেই চলতে থাকবে।
অভিযুক্ত সাবেক সভাপতি আবু জাফর এর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে অসুস্থ্যতার অজুহাতে তিনি এড়িয়ে গেছেন।

এব্যাপারে যোগাযোগ করা হলে উল্লাপাড়া উপজেলা নির্বাহি অফিসার জানান, এমনটি যদি কেউ করে থাকে তবে সেটা অনিয়ম হিসেবে গন্য হবে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়