Skip to main content

সিলেট হতে যাচ্ছে বিশ্বের ১১৬তম টেস্ট ভেন্যু

স্পোর্টস ডেস্ক: সবুজ পাহাড়টিলা আর নয়নাভিরাম চা বাগানের মনোরম পরিবেশ বেষ্টিত সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। ২০১৪ সালে এখানে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ আয়োজন করা হয়েছিল। চার বছর পর আগামীকাল বাংলাদেশ-জিম্বাবুয়ের মধ্যকার ম্যাচ দিয়ে দেশের অষ্টম টেস্ট ভেন্যু হিসেবে অভিষেক হতে যাচ্ছে এই স্টেডিয়ামের। আর সবমিলিয়ে বিশ্বের ১১৬তম টেস্ট ভেন্যু হিসেবে পরিচিতি লাভ করবে এটি। ক্রিকেট বিশ্বে সবচেয়ে বেশি (২৭) টেস্ট ভেন্যু ভারতের। দ্বিতীয় সর্বোচ্চ ১৬টি পাকিস্তানের। তিনে থাকা ওয়েস্ট ইন্ডিজের ১৩টি ভেন্যু আছে। এছাড়া দক্ষিণ আফ্রিকার ১১টি, অস্ট্রেলিয়ার ৯টি, ইংল্যান্ডের ৯টি, শ্রীলংকার ৮টি, নিউজিল্যান্ডের ৮টি, জিম্বাবুয়ের ৩টি, সংযুক্ত আরব-আমিরাতের ৩টি এবং আয়ারল্যান্ডের একটি টেস্ট ভেন্যু রয়েছে। সিলেট বাদে বাংলাদেশের বাকি ৭টি টেস্ট ভেন্যু হল- ১. বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা। ২. শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা। ৩. খান সাহেব ওসমান আলী স্টেডিয়াম, নারায়াণগঞ্জ। ৪. এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম। ৫. জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম। ৬. শেখ আবু নাসের স্টেডিয়াম, খুলনা। ৭. শহীদ চান্দু স্টেডিয়াম, বগুড়া।