শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০১৮, ০২:৪৭ রাত
আপডেট : ০৩ নভেম্বর, ২০১৮, ০২:৪৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নগদ আড়াই লক্ষাধিক টাকা, কম্পিউটারসহ পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি

মাহফুজ নান্টু, কুমিল্লা : কুমিল্লা বুড়িচং উপজেলার সোনার বাংলা বিশ্ববিদ্যালয় কলেজে দুর্ধষ চুরি ঘটনা ঘটে। গতকাল দিবাগত রাতে চোরের দল কলেজের প্রশাসনিক ভবনে হানা দিয়ে নগদ দু’লাখ আটান্ন হাজার নগদ টাকাসহ মোট পাঁচ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। এ বিষয়ে বুড়িচং থানায় কলেজ কর্তৃপক্ষ মামলা দায়ের করেন।

চুরি ঘটনার বিষয়ে সোনার বাংলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আবু ছালেক মো: সেলিম রেজা সৌরভ জানান, পূর্ব পরিকল্পিতভাবে এ চুরির ঘটনা ঘটানো হয়েছে। চুরির সময় চোরের দল প্রশাসনিক ভবনে হানা দিয়ে সিসি ক্যামেরা ও মনিটরসহ কলেজের স্টাফদের বেতনের নগদ দু’লাখ আটান্ন হাজার টাকা -প্রয়োজনীয় কাগজপত্র ও বিভিন্ন ইলেক্ট্রনিকস সামগ্রী নিয়ে যায়। সব মিলিয়ে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে তিনি জানান।

অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন বুড়িচং থানার অফিসার ইনচার্জ(ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ও উপপরিদর্শক কামাল হোসেন। এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে উল্লেখ করে বুড়িচং থানার অফিসার ইনচার্জ (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, তদন্ত করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে অভিযান পরিচালনাসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়