শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০৩ নভেম্বর, ২০১৮, ০১:৫৩ রাত
আপডেট : ০৩ নভেম্বর, ২০১৮, ০১:৫৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঠাকুরগাঁওয়ে জাতীয় ফুল তৈরী ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত

মো.সাদ্দাম, হো‌সেনঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিজয় ফুল তৈরী, গল্প ও কবিতা রচনা, কবিতা আবৃত্তি, চিত্রাংকন, একক অভিনয়, চলচ্চিত্র নির্মাণ এবং দলগত দেশাত্ববোধক সংগীত ও জাতীয় সংগীত প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঠাকুরগাঁও জেলা প্রশাসনের আয়োজনে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়াম হল(বিডি হল) ও জেলা শিশু একাডেমিতে এসব প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: নূর কুতুবুল আলম এর সভাপতিত্বে জাতীয় ফুল তৈরী ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম।

এসময় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট শীলাব্রত কর্মকার,শিক্ষাবিদ মনতোষ কুমার দে, প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দ্রোপদী দেবী আগরওয়ালা, সদর উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন,শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষার্থী ও অভিভাবকদের পদচারণায় প্রতিযোগিতা প্রাঙ্গনে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারিদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক।

জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনকারিরা আগামী ৯ নভেম্বর রংপুরে আঞ্চলিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়