Skip to main content

কুলাউড়ায় ৯৯ কোটি টাকা ব্যয়ে রাজাপুর সেতুর ভিত্তি প্রস্থর স্থাপন

স্বপন কুমার দেব, মৌলভীবাজার : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু তীরবর্তী প্রায় লক্ষধিক মানুষের দীর্ঘদিনের স্বপ্নের সেতু রাজাপুর সেতুটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন জাতীয় সংসদের হুইপ আলহাজ্ব মো.শাহাব উদ্দিন এমপি। বৃহস্পতিবার বিকেলে সেতুটির ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতু প্রকল্প বাস্তবায়নের রুপকার মৌলভীবাজার -২ আসনের সংসদ সদস্য ও কুলাউড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু প্রমুখ। উল্লেখ্য, সড়ক ও সেতু মন্ত্রণালয় বাস্তবায়িত সংযুক্ত প্রকল্পে রয়েছে – কুলাউড়া উপজেলা সদর থেকে পৃথিমপাশা রবিরবাজার – মনু নদীতে রাজাপুর সেতু সংযুক্ত ভুমি অধিকরণসহ নতুন ৭.৫ কি.মি সড়ক নির্মাণ, হাজিপুর- শরিফপুর – চাতলা স্থল বন্দর পর্যন্ত ২০ কি.মি ভায়া রবিরবাজার – টিলাগাঁও বাজার সড়ক উন্নয়ন। সেতুসহ সংযুক্ত প্রকল্পে সর্বমোট ব্যয় হবে প্রায় ৩০০ কোটি টাকা। এ প্রকল্পের ফলে সীমান্তবর্তী হাজীপুর – শরীফপুর ইউনিয়নের সাথে কৈলাশহর থেকে চাতলা হয়ে আসা যানবাহন রবিরবাজার হয়ে কুলাউড়া উপজেলা সদরের সাথে সরাসরি সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হবে।