Skip to main content

আত্মহত্যাকারীকে কাফের বলা যাবেনা : শায়েখ আহমাদ

আমিন মুনশি : মিশরের রাজধানী কায়রোতে অবস্থিত বিশ্বের ঐতিহাসিক প্রাচীন বিদ্যাপীঠ জামিয়া আল-আজহারের ইসলামী আইন গবেষণা ও শরীয়ত অনুষদের অধ্যাপক শায়েখ আহমদ কারিমা বলেছেন, আত্মহত্যাকারী কাফির নয়, তবে আত্মহত্যা মারাত্মক ধরণের কবিরা গোনাহের অন্তর্ভুক্ত। আত্মহত্যাকারী ফাসিক এবং গোনাহগার, কিন্তু আত্মহত্যা করার কারণে সে মিল্লাতে ইসলামিয়া থেকে বের হয়ে যাবেনা। এটা প্রসিদ্ধ চার ইমামের সর্বসম্মত অভিমত। ‘আল হাদাছুল ইয়াউম’ চ্যানেলকে দেয়া এক সাক্ষাতকারে তিনি বলেন, আত্মহত্যাকারীকে কাফির বলা যাবেনা। স্বাভাবিক নিয়মানুসারে তাকে গোসল, কাফন ও জানাজা দিয়ে মুসলমানদের গোরস্তানে তাকে দাফন করতে হবে। আল-আজহারের আহলুস সুন্নাহ ওয়াল জামায়াতের মাজহাব এটাই। তিনি আরো বলেন, আত্মহত্যাকারী দ্বীনের কোনো বিধান অস্বীকার করেনা, তবে তার ভুল হলো সে আল্লাহ তায়ালার এই আয়াতের বিপরীত কাজ করেছে- ‘হত্যা করোনা তোমরা নিজেরাই নিজেদেরকে,নিশ্চয় আল্লাহ তোমাদের প্রতি দয়ালু।’ তিনি একথাও বলেন, কতক ফকীহ মনে করেন- আত্মহত্যাকারী জাহান্নামে প্রবেশ করবে তবে নির্দিষ্ট সময় পর্যন্ত।