Skip to main content

ইমরুল কায়েসের এক লাফে ৩৬ ধাপ উন্নতি

স্পোর্টস ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুর্দান্ত খেলেছেন বাংলাদেশের ওপেনার ইমরুল কায়েস। এর পুরস্কারও পেয়েছেন তিনি। ওয়ানডে ফরম্যাটে আইসিসি খেলোয়াড় র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় এক লাফে ৩৬ ধাপ উন্নতি করে তিনি এখন আছেন ৫৪তম অবস্থানে। এই সিরিজে তিন ম্যাচের মধ্যে দুইটিতে সেঞ্চুরি করেন ইমরুল কায়েস। এক ম্যাচে ৯০ রান করে আউট হন। তিন ম্যাচে তার মোট রান ৩৪৯। তিন ম্যাচে তার স্কোর যথাক্রমে ১৪৪, ৯০ ও ১১৫। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে ইমরুল কায়েসই এখন সেরা রান সংগ্রহকারী ব্যাটসম্যান। জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজে সৌম্য সরকার প্রথমে স্কোয়াডে ছিলেন না। কিন্তু প্রস্তুতি ম্যাচে ও জাতীয় লিগের ম্যাচে ভালো করায় তাকে সিরিজের শেষ ম্যাচের জন্য দলে নেন নির্বাচকরা। দলে সুযোগ পেয়েই দুর্দান্ত একটি সেঞ্চুরির ইনিংস খেলেন সৌম্য সরকার। আউট হন ১১৭ রান করে। এক সেঞ্চুরিতেই র‌্যাঙ্কিংয়ে ১০ উন্নতি করেছেন তিনি। এখন আছেন ৫১তম অবস্থানে। এই সিরিজে বোলিংয়ে ভালো করেছেন টাইগার স্পিনার মেহেদী হাসান মিরাজ। দুই ম্যাচে চারটি উইকেট শিকার করেন তিনি। বোলারদের তালিকায় ১৫ ধাপ উন্নতি করে মেহেদী হাসান মিরাজ এখন আছেন ৪৫তম অবস্থানে।