Skip to main content

দশ বছরে যুক্তরাষ্ট্রে চাকরি বেতন দুই বেড়েছে

রাশিদ রিয়াজ : গত অক্টোবরে যুক্তরাষ্ট্রে নতুন চাকরি পেয়েছে ২ লাখ ২৭ হাজার মানুষ। গত আট মাসে বেসরকারি খাতে বেতন বৃদ্ধি পেয়েছে সর্বাধিক। যুক্তরাষ্ট্রের শ্রম বিভাগের কস্ট ইনডেক্স বলছে চাকরি ও বেতন তৃতীয় প্রান্তিকে বৃদ্ধি পেয়েছে শূন্য দশমিক ৯ শতাংশ। দেশটিতে অন্তত ৭০ ভাগ কর্মসংস্থানের চিত্র এ সূচকে উঠে এসেছে। এর আগের প্রান্তিকে তা বৃদ্ধি পেয়েছিল শূন্য দশমিক ৫ ভাগ।২০০৮ সালের সেপ্টেম্বরের পর মার্কিন শ্রমবাজারে প্রবৃদ্ধি এখনি সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। পরিবহন ও ওয়ারহাউজিং খাতে মজুরি বৃদ্ধি পেয়েছে সবচেয়ে বেশি। ট্রাক ড্রাইভারদের চাহিদা বৃদ্ধিতে এ পদে লোকবলের ঘাটতি দেখা দিয়েছে। তথ্যপ্রযুক্তি, স্বাস্থ্যসেবা, অবসর ও আথিথেয়তা খাত চাঙ্গা হয়ে উঠেছে। শক্তিশালী শ্রমবাজার আভাস দিচ্ছে আগামী প্রান্তিকে শ্রম মজুরি আরো বৃদ্ধি পেতে পারে। যুক্তরাষ্ট্রের বার্ষিক উন্নয়ন প্রতিবেদনে কর্মসংস্থান সম্পর্কে বলা হয়েছে সেপ্টেম্বরে ১ লাখ ৮৯ হাজার লোকবলের চাকরি হওয়ার পর অক্টোবরে কর্মসংস্থান ২ লাখ ২৭ হাজার ছাড়িয়ে গেছে। এ প্রতিবেদন তৈরিতে কাজ করেছে মুডি’স এ্যানালাইটিক। রয়টার্সের অর্থনীতিবিদদের এক জরিপ বলছে অর্থনীতিতে এ বছর রেকর্ড পরিমান অর্থাৎ ৭.১ মিলিয়ন কর্মসংস্থানের যোগ হয়েছে। সব ধরনের শ্রমে ইতিবাচক প্রবৃদ্ধি তৃতীয় প্রান্তিকে বৃদ্ধি পায় শূণ্য দশমিক ৪ শতাংশ। দ্বিতীয় প্রান্তিকে এ হার ছিল শূন্য দশমিক ৯ শতাংশ।