শিরোনাম
◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০১৮, ০৮:২২ সকাল
আপডেট : ০২ নভেম্বর, ২০১৮, ০৮:২২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বায়ূ দূষণের প্রতিবাদে মাস্ক পরেই মাঠে ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক : বাযু দূষণে জর্জরিত ভারতের রাজধানী শহর দিল্লী। চারিদিকে ধুলা-বালি এমনভাব রয়েছে দেখলে মনে হবে যেন, পুরো শহর ধোঁয়ায় ভরে গেছে। দিল্লীর এমন অবস্থা দেখে পরিবেশবিদরা উদ্বেগ প্রকাশ করেছেন। এমনকী, শহরজুড়ে দূষণ নিয়ে সচেনতা ছড়ানোরও অনেক চেষ্টা করেছে সবাই। কিন্তু কোনো লাভ হয়নি। উল্টো দূষণ ঘিরে দিল্লীর অবস্থা আরও যেন খারাপ হয়ে যাচ্ছে। এমন অবস্থায় অভিনব প্রতিবাদ জানালেন ভারতীয় ক্রিকেটার।

কার্নাল সিং স্টেডিয়ামে রঞ্জি ট্রফির ম্যাচে রেলওয়েজের বিরুদ্ধে মুম্বাইয়ের খেলাচলাকালীন দ্বিতীয় সেশনে মুম্বাইয়ের সিদ্ধেশ লাড ব্যাট হাতে ক্রিজে নামলেন মাস্ক পরে!

শুধু তাই নয়, দিল্লীর এমন পরিস্থিতির জন্য আরেক ক্রিকেটার গৌতম গম্ভীর কিন্তু আম আদমি পার্টি (আপ) সরকারকে দোষারোপ করতে শুরু করেছেন। গত বুধবার আম আদমি পার্টিকে ব্যঙ্গ করে টুইট করেছিলেন গম্ভীর। তার পর বৃস্পতিবার সিদ্ধেশের মাস্ক পরে খেলতে নামায় পরিস্থিতি আরও জটিল হয়ে দাঁড়িয়েছে। কেননা এমন পরিবেশে দিল্লীর মাঠে খেলাটা ক্রিকেটারদের জন্য বেশ কষ্টসাধ্য ব্যাপার।

আপাতত দিল্লী দূষণমুক্ত হওয়ার ব্যাপারে কোনো পূর্বাভাস নেই। ফলে দিল্লী-এনসিআর থেকে রঞ্জি ট্রফির ম্যাচ সরানোর ব্যাপারে ভারতীয় ক্রিকেট বোর্ডের উপর চাপ বাড়ছে। ইতিমধ্যে দিল্লী, রেলওয়েজ, সার্ভিসেসের মতো দলগুলো হোম ম্যাচ দিল্লীর বাইরে খেলার সিদ্ধান্ত নিয়েছে।

সিদ্ধেশের আগে আপ আদমি পার্টি সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন গম্ভীর। আর তার জন্য কেজরিওয়ালের সরকারকে ব্যঙ্গ করে গানও বেঁধে ফেলেছেন তিনি। একদিকে ডেঙ্গু উৎপাত, অন্যদিকে বায়ু দূষণ। জোড়া আক্রমণে কোণঠাঁসা হয়ে পড়েছে দিল্লী প্রশাসন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়