Skip to main content

দূতাবাস জেরুজালেমে সরানোর ঘোষণা নবনির্বাচিত ব্রাজিল প্রেসিডেন্টের

সান্দ্রা নন্দিনী : নিজেদের ইসরায়েলি দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নেওয়ার ঘোষণা দিয়েছেন ব্রাজিলের নবনির্বাচিত কট্টর ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বোলসোনারো। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় দূতাবাস জেরুজালেমে স্থানান্তরের বিষয়টি বিশেষভাবে উল্লেখিত থাকায় এটি বাস্তবায়নের পরিকল্পনা করছেন বলে বৃহস্পতিবার টুইটারে জানান বোলসোনারো। এরমাধ্যমে, দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরানোর বিষয়ে যুক্তরাষ্ট্র ও গুয়াতেমালার পদাঙ্ক অনুসরণ করবে ব্রাজিল। এখানে বিশেষভাবে উল্লেখিত, বোলসোনারো বরাবরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একজন গুণগ্রাহী হিসেবে পরিচিত। বোলসোনারো বলেন, ‘আমাদের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী ব্রাজিলের দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে সরানো হবে। ইসরায়েল একটি সার্বভৌম রাষ্ট্র এবং আমাদের সকলের উচ বিষয়টিতে সম্মান দেখানো।’ এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বোলসোনারোর পরিকল্পনাকে স্বাগত জানিয়ে বলেন, ‘আমি আমার বন্ধু নবনির্বাচিত ব্রাজিল প্রেসিডেন্ট জাইর বোলসোনারোকে আন্তরিক অভিনন্দন জানাই। তিনি তাদের দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেমে নেওয়ার পরিকল্পনা হাতে নিয়ে একটি ঐতিহাসিক ও যথার্থ পদক্ষেপ বাস্তবায়ন করতে চলেছেন।’ ডয়েচে ভেল