Skip to main content

পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র হিদার নুয়ের্টই জাতিসংঘের সম্ভাব্য মার্কিন দূত: ট্রাম্প

সান্দ্রা নন্দিনী : পররাষ্ট্র মন্ত্রণালয় মুখপাত্র হিদার নুয়ের্ট জাতিসংঘের পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হতে যাচ্ছন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার তিনি জানান, এই মুহূর্তে নুয়ের্টকেই এ পদের জন্য সবচেয়ে যোগ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে। এছাড়া, বেশ কয়েকটি মার্কিন গণমাধ্যমে বিষয়টির সাথে সম্পর্কিত কয়েকটি সূত্রের বরাত দিয়ে জানানো হয়, নুয়ের্টই হতে চলেছেন জাতিসংঘের পরবর্তী মার্কিন দূত। এর আগে, গত ৯ অক্টোবর কোনও কারণ উল্লেখ না করেই জাতিসংঘের মার্কিন দূতের পদ থেকে সরে যাওয়ার ঘোষণা দেন নিকি হ্যালি। এবছরের শেষেই তার পদ ছাড়ার কথা রয়েছে। ট্রাম্প সাংবাদিকদের জানান, ‘নুয়ের্টকেই সবচেয়ে বেশি গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। সে খুবই অসাধারণ। ও আমাদের সঙ্গে অনেকদিন ধরে আছে এবং আমাদের সমর্থক হিসেবে কাজ করেছে। সে খুবই যোগ্য। তাই তাকে নিয়েই ভাবছি। আশা করি, আগামী সপ্তাহের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিতে পারবো।’ উল্লেখ্য, ২০১৭ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্ত হওয়ার আগে, রক্ষণশীল টিভি চ্যানেল ফক্স নিউজের উপস্থাপক ও প্রতিবেদক হিসেবে কাজ করেছেন নুয়ের্ট। এএফপি

অন্যান্য সংবাদ