Skip to main content

‘সরকার বলেছে, নির্বাচনে আসুন, দলীয় প্রভাব থাকবে না’

সাব্বির আহমেদ : সংলাপে অংশ নিয়ে নাগরিক ঐক্যের উপদেষ্টা এস এম আকরাম বলেছেন, সংলাপে ঐক্যফ্রন্টের ৭দফা দাবির অধিকাংশতেই সংবিধানের দোহাই দেওয়া হয়েছে। আমি মনে এসব সরকারের পুরনো ভাষ্য। আমাদের আলোচনা চলবে। সরকার বলতে চেয়েছে, নির্বাচনে সরকারি কোনও হস্তক্ষেপ বা দলীয় প্রভাব থাকবে না। এই আশ্বাসে আশ্বস্ত নয় ঐক্যফ্রন্ট। জোট বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেবে। শুক্রবার সকালে সংলাপ পরবর্তী প্রতিক্রিয়ায় অংশ এই প্রতিবেদককে তিনি এ কথা বলেন। আকরাম বলেন, সরকার চায় সংবিধান মেনে সব কিছু করতে। সংবিধানের বাইরে যেতে চাচ্ছে না। তবে তারা দুইটি বিষয়ে আশ্বস্ত করেছেন, এক. সভা-সমাবেশ করতে বাধা দেয়া হবে না, দুই. রাজনৈতিক মামলাগুলোর সুষ্ঠু সুরাহা করবে। খালেদা জিয়ার মুক্তি বিষয়ে জানতে নারায়ণগঞ্জের সাবেক এই সংসদ সদস্য বলেন, বিএনপি চেয়ারপারসনের দাবির বিষয়ে কথা হয়েছে। সেই দাবিতেও সরকার আদালতের কথা বলেছ। তাদের দাবি, বিচার বিভাগ স্বাধীন। তবে সরকার জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

অন্যান্য সংবাদ