Skip to main content

আমি যখনই পারি সত্য বলার চেষ্টা করি: ট্রাম্প

সান্দ্রা নন্দিনী : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গণমাধ্যম যেভাবেই উপস্থাপন করুক না কেন, যখনই পারেন সত্য বলতে চেষ্টা করেন তিনি। বৃহস্পতিবার এবিসি নিউজে প্রচারিত এক সাক্ষাকারে ট্রাম্প বলেন, আমি চেষ্টা করি। আমি সবসময় সত্য বলতে চাই। যখন পারি, তখন সত্যই বলি। যদিও, মার্কিন গণমাধ্যম ও বিরোধীদল বারবার ট্রাম্পের সমালোচনা করে আসছেন। তাদের দাবি, বিভিন্ন ইস্যুতে মিথ্যা বলছেন ও সত্যকে বিকৃত করছেন ট্রাম্প। ট্রাম্প বলেন, ‘এঠি ঠিক যে মাঝেমাঝে কোথাও কোনকিছু ঘটলে সেটা কিছুটা ভিন্ন বা পরিবর্তিত হয়। তবে আমি সবসময়ই সত্য বলতে পছন্দ করি।’ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই নিউইয়র্ক টাইমস, পলিটিফ্যাক্ট, ওয়াশিংটন পোস্টসহ বেশ কয়েকটি গণমাধ্যম ট্রাম্পের মিথ্যা ও বিকৃত তথ্যসংগ্রহ শুরু করে। পলিটিফ্যাক্ট এখনপর্যন্ত ট্রাম্পের মিথ্যাবলা সংক্রান্ত ১১ পৃষ্ঠার তথ্য সংগ্রহ করেছে। বিবিসি

অন্যান্য সংবাদ