Skip to main content

সৌদির ওপর অবরোধের সিদ্ধান্ত নিতে আরও কয়েক সপ্তাহ সময় নেবে যুক্তরাষ্ট্র!

সান্দ্রা নন্দিনী : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, তুরস্কের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাসোগজি হত্যার জেরে সৌদি আরবের ওপর অবরোধ আরোপের বিষয়ে সিদ্ধান্ত নিতে আরও কয়েক সপ্তাহ সময় নেবে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক রেডিও সাক্ষাৎকারে তিনি বলেন, খাসোগজি হত্যাকা-ের বিষয়ে যথেষ্ট প্রমাণ হাতে পাওয়ার পরই সৌদি আরবের ওপর অবরোধের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আর এজন্য আরও কয়েক সপ্তাহ সময় লেগে যাবে। পম্পেও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব পরিষ্কারভাবেই বলেছেন খাসোগজি হত্যায় অবশ্যই পদক্ষেপ নেবে ওয়াশিংটন। তিনি তার প্রশাসনকে নির্দেশ দিয়েছেন, যেন হত্যার সাথে কোনও ব্যক্তি জড়িত থাকলেও তার ওপর অবরোধ আরোপের বিষয়টিও পর্যালোচনা করা হয়। তিনি জানান, ‘আমরা আসলে বিষয়টির খুব গভীরে যেতে চাই। প্রেসিডেন্ট ট্রাম্পও ঘটনা তদন্তে গঠিত কমিটির প্রতিবেদনের গ্রহণযোগ্যতা দাবি করেছেন। আর এজন্য যথেষ্ট পরিমাণ তথ্য-প্রমাণ প্রয়োজন যেকারণে আরও কিছু সময় লাগবে। তবে, আমার বিশ^াস আমরা এর খুব কাছাকাছিই পৌঁছে গেছি।’ রয়টার্স

অন্যান্য সংবাদ