Skip to main content

সরকারের সঙ্গে সংলাপের ফলাফল শূন্য: গয়েশ্বর চন্দ্র

জান্নাতুল ফেরদৌসী: সরকারের সঙ্গে সংলাপের ফলাফল শূন্য এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, আমার নাম আগে থেকেই নির্ধারিত না থাকায় তাড়াহুড়ো করে সংলাপে যাইনি। শুক্রবার সময় টেলিভিশনের সঙ্গে এক আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে প্রধানমন্ত্রীর সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপে অংশ নেননি বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। সংলাপের জন্য ঐক্যফ্রন্টের পক্ষ থেকে বৃহস্পতিবার দ্বিতীয় দফায় যে পাঁচজনের নামের তালিকা দেওয়া হয়, তাতে গয়েশ্বরের নাম ছিল। গয়েশ্বর চন্দ্র কেন সংলাপে যোগ দেননি, তা তাৎক্ষণিক জানা সম্ভব হয়নি। সন্ধ্যা সাতটায় গণভবনে শুরু হওয়া সংলাপে ঐক্যফ্রন্টের ২০ জন নেতা অংশ নেন। এই সংলাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোটের ২৩ নেতা অংশ নেন। জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে সংলাপে অংশ নিতে প্রথম ১৬ জনের নামের তালিকা প্রকাশ করা হয়। পরে সংলাপের দিন নতুন করে ৫ সদস্যের নাম প্রকাশ করে ঐক্যফ্রন্ট। নতুন তালিকায় গয়েশ্বর ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান, গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান, জগলুল হায়দার আফ্রিক ও গণফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আ ও ম শফিক উল্লাহের নাম ছিল। সংলাপে অন্য চারজন অংশ নেন।

অন্যান্য সংবাদ