Skip to main content

ঐক্যফ্রন্ট চাইলে আবারো সংলাপ হতে পারে: কাদের

মুন্সীগঞ্জ প্রতিনিধি: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সংলাপে কিছু কিছু বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে। জাতীয় ঐক্যফ্রন্ট চাইলে ছোট পরিসরে আবারো সংলাপ হতে পারে। শুক্রবার (২ নভেম্বর) সকাল ১০টায় মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় পদ্মা সেতু প্রকল্পের সার্ভিস এরিয়া-১ এর ভিজিটর সেন্টার উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, আলেচনার জন্য প্রধানমন্ত্রীর দরজা সবসময় খোলা রয়েছে। গতকাল সন্ধ্যা ৭টায় রাজধানীর গণভবনে আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের নেতাদের মধ্যে সাড়ে ৩ ঘণ্টা সংলাপ হয়। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে ১৪ দলীয় জোটের ২৩ নেতার সঙ্গে সংলাপে অংশ নেন জাতীয় ঐক্যফ্রন্টের ২০ নেতা। ঐক্যফ্রন্টের নেতৃত্ব দেন ড. কামাল হোসেন। তাঁর সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংলাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় থাকার কথা থাকলে শেষ পর্যন্ত তিনি আর যোগ দেননি। ৭ দফার ভিত্তিতে সংলাপে অংশ নেন ঐক্যফ্রন্ট নেতারা।