শিরোনাম
◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০১৮, ০৬:১৯ সকাল
আপডেট : ০২ নভেম্বর, ২০১৮, ০৬:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বৃষ্টি বাধার পরও জয় পেলো টাইগার যুবারা

নিজস্ব প্রতিবেদক : লঙ্কা সফরের ওয়ানডে সিরিজের শুরটাও ভালো হলো বাংলাদেশের যুবাদের। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচে ৮ রানের জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেলো জুনিয়র টাইগাররা।

ডাম্বুলার রনগিরি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ম্যাচেও বৃষ্টি বাগড়া দিয়েছিল। শেষ পর্যন্ত ম্যাচ নিষ্পত্তি হয়েছে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে।

৫০ ওভারের ম্যাচটি বৃষ্টি বাধার কারণে নেমে আসে ৪৩ ওভারে। প্রথমে ব্যাট কওে পারানাভিথানার ব্যাটে ভর করে স্বাগতিকরা ৯ উইকেট হারিয়ে ১৯২ রান তোলে। নাভোনা পারানাভিথানা ১২৪ বলে ৭ চারে ৮৩ রানের ইনিংস খেলেন। অভিশকা থারিন্ডু করেন ৫০ বলে ৪৩। বাংলাদেশের হয়ে বল হাতে আগুন ঝরান শাহিন আলম ও শরিফুল ইসলাম। শাহিন ৪৩ রানে নেয় ৪ উইকেট এবং বাঁহাতি পেসার শরিফুল ৪৯ রানে ৩ উইকেট শিকার করেন।

১৯৩ রানের ছোট্ট লক্ষ্য তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা একেবারেই ভালো হয়নি। ইনিংসের দশম ওভারে ৪৩ রানে ফিরে যান প্রথম চার ব্যাটসম্যান। বিপদে পড়া বাংলাদেশ দলকে উদ্ধার করেন শামিম হোসেন ও আকবর আলী জুটি। ২০.৪ ওভারে বাংলাদেশের রান যখন ৪ উইকেট হারিয়ে ১০১। ঠিক সেই সময় আবার বৃষ্টি নামে।

এই বৃষ্টি আর না থামলে আম্পায়ারদ্বয় ডাকওয়ার্থ লুইসের আশ্রয় নেন। বৃষ্টি আইনে সে সময় জয়ের জন্য ৯৩ রান প্রয়োজন ছিল সফরকারীদের। কিন্তু বাংলাদেশের স্কোর ছিল ১০১/৪। ফলে ৮ রানে জয়ী ঘোষণা করা হয় বাংলাদেশকে। শামিম ৪৩ বলে ২৭ রানে এবং আকবর ৩৬ বলে ৩০ রানে অপরাজিত থাকেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়