শিরোনাম
◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও)

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০১৮, ০৪:৩৭ সকাল
আপডেট : ০২ নভেম্বর, ২০১৮, ০৪:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টেকনাফে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত ২

ফরহাদ আমিন, টেকনাফ (কক্সবাজার) : কক্সবাজারের টেকনাফে ইয়াবা ব্যবসায়ীদের দুই গ্রুপের বন্দুকযুদ্ধে দুই মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। এ সময় ৪পুলিশ সদস্য আহত হয়, অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।

নিহত মাদক ব্যবসায়ীরা হচ্ছেন, হ্নীলা ইউপিস্থ পূর্ব সিকদার পাড়ার মৃত তোফাইল আহমদের ছেলে সাদ্দাম হোসেন (৩৫), একই উপজেলার সাবরাং সিকদার পাড়ার সোলতান আহমদের ছেলে সাদ্দাম হোসেন (৩০)। জানা যায়,শুক্রবার (২নভেম্বর) ভোরে সাবরাং ইউনিয়নের খুরের মুখে ইয়াবা খালাস নিয়ে মাদক ব্যবসায়ীদের দুই গ্রুপের বন্দুক যুদ্ধের খবর পেয়ে পুলিশের একটি বিশেষ টিম ঘটনাস্থলে পৌঁছলে ইয়াবা কারবারিরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।

পরে ইয়াবা কারবারিরা পিছু হটলে গুলিবিদ্ধ অবস্থায় দুইটি লাশ, ৩টি দেশী তৈরি অস্ত্র, ২০রাউন্ড কার্তুজ ও ২০হাজার ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় আহত ৪পুলিশ সদস্যকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ অভিযানের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, ইয়াবা ব্যবসায়ীদের দুই গ্রুপের বন্দুক যুদ্ধে নিহত সাদ্দাম ও সাদ্দাম হোসেন নামে দুই ইয়াবা কারবারীর লাশ উদ্ধার করা হয়েছে। এসময় পুলিশের ৪সদস্য আহত হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র,কার্তুজ ও ইয়াবা উদ্ধার করা হয় বলে জানায়। লাশ দুইটি পোস্ট মর্টেমের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়