শিরোনাম
◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০১৮, ০৫:০৫ সকাল
আপডেট : ০২ নভেম্বর, ২০১৮, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রেসিডেন্ট দপ্তর নিশ্চুপ

কায়কোবাদ মিলন : শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সিরিসেনা সোমবার পার্লামেন্ট অধিবেশন ডাকার কথা ভাবছেন। দেশের নয়া প্রধানমন্ত্রী রাজাপাকসে বলেছেন, পার্লামেন্ট অধিবেশনের মাধ্যমে বিদ্যমান সঙ্কটের সমাধান হতে পারে। রাজাপাকসের পূর্বসূরি রনিল বিক্রমসিংহকে সিরিসেনা হঠাৎ করেই বরখাস্ত করলে দেশটি গভীর রাজিৈতক সংকটে পড়ে।
সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসে প্রধানমন্ত্রী হওয়ায় সংখ্যালঘু মুসলমান, তামিলদের মধ্যে নতুন করে গোত্রগত সংঘাতের আশংকা করা হচ্ছে। শ্রীলঙ্কার দুই কোটির অধিক অধিবাসির মধ্যে সিংহলি বৌদ্ধদের সংখ্যাই বেশি।

উল্লেখ্য, কয়েক দশকের তামিল বিদ্রোহ শক্ত হাতে দমন করেন রাজাপাকসে। এদিকে রনিল বিক্রমসিংহে পার্লামেন্ট অধিবেশন ডাকার পুন: পন: দাবি জানিয়ে আসছেন। এমপিদের মধ্যে তার সমর্থক যেমন বেশি এবং পার্লামেন্টে তিনি তার সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারবেন বলেও আশাবাদি। রাজাপাকসের পার্লামেন্ট অধিবেশন সংক্রান্ত তথ্যের ব্যাপারে প্রেসিডেন্ট সিরিসেনার অফিস থেকে কোন বক্তব্য দেয়া হয়নি। পূর্বান্থে সিরিসেনা ১৬ নভেম্বর পর্যন্ত পার্লামেন্ট স্থগিত করলে যুক্তরাষ্ট্র, ইইউ তার বিরূপ সমালোচনা করে।
এদিকে এমপিদের দলে টানার জন্য তাদের কেনা কাটার প্রক্রিয়া শুরুর আশংকা করা হচ্ছে। স্পিকার কারু জয়সুরিয়া বুধবার প্রেসিডেন্ট সিরিসেনার সঙ্গে সাক্ষাৎ করে গোলযোগ নিরসনে অবিলম্বে পার্লামেন্ট অধিবেশন ডাকার আহবান জানিয়েছেন।

গোলযোগের কারণে শ্রীলঙ্কার মুদ্রার দর ব্যাপকভাবে পড়ে গেছে। চীন সেদেশে প্রচুর ঋন দিয়েছে। ঋণ ফেরতে ব্যর্থতার কারণে চীন শ্রীলঙ্কার একটি দ্বীপ তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিজেদের মত করে ব্যবহার করছে। ইয়ন

  • সর্বশেষ
  • জনপ্রিয়