Skip to main content

আওয়ামীপন্থীরা মুজিব কোটে, পাঞ্জাবী পায়জামার আধিক্য ঐক্যফ্রন্টে

স্বপ্না চক্রবর্তী : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপে সরকারদলীয় নেতারা পাঞ্জাবি-পাজামার উপর মুজিব কোটে উপস্থিত থাকলেও অন্য দলগুলোর নেতাদের পোশাকে বৈচিত্র্য দেখা গেছে। ঐক্যফ্রন্টের নেতাদের মধ্যে পাঞ্জাবি পায়জামার আধিক্য থাকলেও রয়েছেন স্যুটেড-বুটেড নেতাও। বৃহস্পতিবার গণভবেন এ সংলাপে অংশ নেওয়া বিভিন্ন দলের নেতাদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, আ স ম আব্দুর রব, মোস্তফা মোহসীন মন্টু, মির্জা আব্বাস, মাহমুদুর রহমান মান্না পড়েন বিভিন্ন রং এবং ডিজাইনের দেশি পাঞ্জাবী। অন্যদিকে ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যরিস্টার মওদুদ আহমেদ, ব্যরিস্টার জমির উদ্দিন সরকার, এড. সুব্রত চৌধুরীসহ কয়েকজন নেতাদের স্যুট পরিধান অবস্থায় সংলাপে অংশ নিতে দেখা গেছে। এদিকে গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী এদিন পড়েন হালকা পিংক রংয়ের হাওয়াই শার্ট। প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মতিয়া চৌধুরী, ড. দিপু মনি এবং তানিয়া রবকে দেখা গেছে রং এবং ডিজাইনের শাড়িতেই।