Skip to main content

অসুস্থ তাই সংলাপে যাননি গয়েশ্বর

স্বপ্না চক্রবর্তী : সংলাপে অংশ নেননি জাতীয় ঐক্যফ্রন্টের প্রতিনিধি দলের সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তার ব্যক্তিগত সহকারী মো. শাহীন এ তথ্য নিশ্চিত করে বলেন, স্যার হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। এজন্য সংলাপে যেতে পারেননি। তবে বিএনপি সূত্রে জানা যায়, ঐক্যফ্রন্টের পক্ষ থেকে গণভবনে প্রথমে যে ১৬ জনের তালিকা দেওয়া হয়েছিল তাতে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্রের নাম না থাকায় তিনি কিছুটা মনক্ষুন্ন হয়েছেন। আর এজন্যই সংলাপে যান নি তিনি। জানা যায়, শেষ মুহূর্তে বৃহস্পতিবার আরও ৫ সদস্যের তালিকা যুক্ত করে জাতীয় ঐক্যফ্রন্ট। এই তালিকাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের সঙ্গে গয়েশ্বরের নাম যুক্ত করা হয়। সংলাপের জন্য নির্ধারিত সময়ে ড. মঈন খান সংলাপে অংশ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে আসেন। প্রথমে সবাই ভেবেছিল, সবার সঙ্গে গয়েশ্বরও আছেন। পরে রাতে জানা যায়, অসুস্থতার কারণে গয়েশ্বর চন্দ্র রায় সংলাপে আসতে পারেননি।

অন্যান্য সংবাদ