Skip to main content

বেইলি রোড থেকে গণভবন

বেইলি রোড থেকে গণভবন
ইসমাঈল হুসাইন ইমু ও ইউসুফ আলী বাচ্চু : বৃহস্পতিবার বিকেল ৫টা ২০ মিনিট। গণফেরাম সভাপতি ড. কামালের বেইলী রোডের বাসা থেকে রওয়ানা হন জাতীয় ঐক্যফ্রন্টের নেতারা। এর আগে তারা ড. কামালের বাসায় বৈঠক করেন ঐক্যফ্রন্টের নেতারা। বিকেল সাড়ে ৩টা থেকে ঐক্যফ্রন্টের নেতারা ড. কামালের বাসায় আসতে শুরু করেন। মোট ১০টি গাড়িতে করে তারা শান্তিনগর হয়ে গণভবনের উদ্দেশ্যে রওয়ানা হন। প্রথমেই ছিল ড. কামালের গাড়ি, এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ অন্যান্য নেতারা ড. কামালের গাড়ি অনুসরণ করে। বেইলি রোড থেকে গাড়ি বহর এগিযে চললেও মন্টু রোডে গিয়ে আটকে যায় যানজটে। এরপর শাহবাগ ও কারওয়ানবাজারে সিগন্যালে আটকে থাকে ঐক্যফ্রন্টের গাড়ি বহর। এরপর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে গণভনের সামনে পৌছায়। এর আগে বিকেল থেকেই একে একে ড. কামালের বাসায় আসেন নেতারা। তবে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ ও ডা. খন্দকার মোশারফ যাননি। ঐক্যফ্রন্টন্ট নেতারা জানিয়েছেন তারা নিজেদের মত করে গণভবনে পৌছাবেন। মাহমুদুর রহমান মান্নাও পৃথকভাবে গণভবনে যান। বিকেল সাড়ে ৪টার দিকে গণফেরাম যুগ্ম সম্পাদক আ ও ম শফিক উল্লাহ গণমাধ্যম কর্মীদের হাতে ঐক্যফ্রন্টে ১৬ নেতার সঙ্গে যুক্ত হওয়া আরও ৫ জনের তালিকা তুলে দেন। বাসায় প্রায় পৌনে এক ঘণ্টা বৈঠক করেন তারা। পরে গণভবনের উদ্দেশ্যে রওয়ানা হন নেতারা। সম্পাদনা : মাহবুব আলম

অন্যান্য সংবাদ