Skip to main content

অক্টোবরে বিশ্বে খাদ্যদ্রব্যের দাম দশমিক ৯ শতাংশ কমেছে- জাতিসংঘ

নূর মাজিদ : জাতিসংঘের খাদ্য ও কৃষি বিষয়ক সংস্থা-ফাও জানিয়েছে, বিগত সেপ্টেম্বর মাসের তুলনায় চলতি অক্টোবর মাসে বিশ্বে খাদ্যদ্রব্যের মূল্য কিছুটা কমেছে। যার পরিমাণ দশমিক ৯ শতাংশ। ফাও প্রকাশিত সূচকে প্রতিমাসে বিশ্বের খাদ্য শস্য, তৈলবীজ, দুগ্ধজাত পণ্য, মাংস ও চিনি উৎপাদনের তারতম্য বিশ্লেষন করা হয়। ফাও সূচকে বিশ্বের খাদ্যদ্রব্যের মূল্য সেপ্টেম্বর মাসে ১৬৪ দশমিক ৯ পয়েন্টে অবস্থান করে। ফাও জানায়, ২০১৮ সালে বিশ্বের খাদ্যশস্যের উৎপাদন হয়েছে ২৬০ কোটি টন। যা এর আগে দেয়া সংস্থাটির উৎপাদন পূর্বাভাষের চাইতেও ১ কোটি টন বেশি। তবে ২০১৭ সালের অক্টোবরের তুলনায় চলতি অক্টোবর নাগাদ ৫ কোটি ৭০ লাখ টন কম খাদ্যশস্য উৎপাদিত হয়েছে। যা পূর্ববর্তী বছরের চাইতে ২ দশমিক ১ শতাংশ কম। এছাড়াও চলতি বছরের শেষ নাগাদ বৈশ্বিক গমের উৎপাদন ৭২ কোটি ৮০ লাখ টন হবে। যা বিগত বছরের তুলনায় ৪ দশমিক ৩ শতাংশ কম। রয়টার্স

অন্যান্য সংবাদ