শিরোনাম
◈ ইসরায়েল পাল্টা হামলা করলে কয়েক সেকেন্ডের মধ্যে জবাব দেবে ইরান: উপপররাষ্ট্রমন্ত্রী ◈ মিয়ানমারের আরও ১০ সেনা সদস্য বিজিবির আশ্রয়ে ◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০১৮, ০২:৪৯ রাত
আপডেট : ০২ নভেম্বর, ২০১৮, ০২:৪৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঐক্যফ্রন্ট, যুক্তফ্রন্ট না ‘সার্বিক ঐক্য’?

অনলাইন ডেস্ক : আসন্ন জাতীয় রাজনীতি নিয়ে নানামুখী রাজনৈতিক মেরুকরণ হচ্ছে। ড. কামাল হোসেনের নেতৃত্ব গঠিত হয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। বি চৌধুরীর নেতৃত্বে চলছে যুক্তফ্রন্ট। এবার নতুন আলোচনায় 'সার্বিক ঐক্য'।

রাজনীতির মাঠে এখন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। তিনি নিজে কোন জোটে যাবেন তা এখনো নিশ্চিত করেননি। এজন্য তিনি ৩ নভেম্বর পর্যন্ত অপেক্ষা করতে বলেছেন।

তবে কাদের সিদ্দিকী কোনো একটি জোটে যোগ না দিয়ে দুই জোটকে একত্রিকরণের চেষ্টা করছেন বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। তিনি ঐক্যফ্রন্টের সঙ্গে যুক্তফ্রন্টের সমঝোতার চেষ্টা করছেন।

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ড. কামাল হোসেনের ঐক্যফ্রন্ট আর বি চৌধুরীর যুক্তফ্রন্টের সঙ্গে আলোচনা করেছেন। এ দুই নেতাসহ সবাইকে নিয়ে 'সার্বিক ঐক্য' চাইছেন তিনি।

কাদের সিদ্দিকীর রাজনৈতিক দলের একাধিক নেতা গণমাধ্যমকে জানিয়েছেন, কৃষক শ্রমিক জনতা লীগ কোন জোটে যোগ দেবেন, সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে।

তবে বুধবার কাদের সিদ্দিকীর মোহাম্মদপুরের বাসায় তার সঙ্গে ড. কামাল হোসেন বৈঠক করেছেন। বৈঠক শেষে কামাল হোসেন গণমাধ্যমকে বলেছিলেন, বহু আগে থেকেই আমাদের প্রতি কাদের সিদ্দিকীর সমর্থন আছে। কৃষক শ্রমিক জনতা লীগ আমাদের সঙ্গে থাকবে কি না, তা ৩ নভেম্বর জানা যাবে।

এদিকে কাদের সিদ্দিকী বৃহস্পতিবার টাঙ্গাইলে নিজের নির্বাচনী এলাকায় গেছেন। দলীয় নেতাকর্মীদের সঙ্গে এ বিষয়ে আলোচনার জন্যই তিনি টাঙ্গাইলে গেছেন বলে ধারণা করা হচ্ছে।

তবে সর্বশেষ বৃহস্পতিবার কাদের সিদ্দিকী গণমাধ্যমকে বলেন, বর্তমানে আমার চাওয়া একটি বিশ্বাসযোগ্য, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন। ওই নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আবারও ক্ষমতায় আসেন আমার আপত্তি নেই। তাই সবাইকে নিয়ে ঐক্য চাই। সার্বিক ঐক্যের এই চেষ্টা আমি চালিয়ে যাব। আমার অবস্থান জানাব ৩ নভেম্বর। যুগান্তর

  • সর্বশেষ
  • জনপ্রিয়