শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০১৮, ০২:৪৮ রাত
আপডেট : ০২ নভেম্বর, ২০১৮, ০২:৪৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১২১ বছর বয়সে তেলেগু জনগোষ্ঠীর প্রবীণ নেতা সুর নারায়ণ গোয়ালার চির বিদায়

স্বপন কুমার দেব, মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জর উপজেলার শমশেরনগরের বাসিন্দা বাংলাদেশে বসবাসরত বৃহত্তর তেলুগু জনগোষ্ঠীর সবচেয়ে প্রবীন ব্যক্তিত্ব সুর নারায়ণ গোয়ালা ১২১ বছর বয়সে চলে গেলেন না ফেরার দেশে।

জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ১৯১৮ সালের ১৩ মে বৃটিশ আমলে তাঁর জন্ম। কিন্তু সাক্ষ্য ও আঞ্চলিক ইতিহাস প্রমাণ করে আঠারো শতকের শেষ অংশে 'সুর নারায়ন গোয়ালার' কমলগঞ্জ উপজেলার শমসেরনগর চা বাগানে জন্মগ্রহণ করেন। চা জনগোষ্ঠীর প্রাচীন কথা, বৃটিশ আমল, পাকিস্তান আমলসহ ৫২ থেকে ৭১ মধ্যবর্তীর অনেক বিবরণ সঞ্চিত ছিল। জীবনের অনেক বড় বাহ্যিক স্মৃতি রেখে যেতে পারেননি। বৈবাহিক জীবনে তিনি ৩ পুত্র ও ২ কন্যার জনক ছাড়াও নাতি নাতনী ও পরবর্তী ১৯ জন এর নিজ পরিবার। বার্ধক্যজনিত কারণে ২ ছেলে আগেই মারা গেছেন।

উল্লেখ্য,  বাংলাদেশে বসবাসরত বৃহত্তর তেলুগু জনগোষ্ঠীভূক্ত সবচেয়ে প্রবীন এই ব্যক্তির তেলুগু কৃষ্টি, কালচার ও সমাজ ব্যবস্থার ধারার অনেক পুঁজি রেখে গেছেন। প্রাকৃতিক নিয়মে অবশ্যই পৃথিবী ছেড়ে যেতে হয়। সে নিয়মের ধারায় গত ৩১অক্টোবর বুধবার সকাল ৪টায় ১২১ বছর বয়সে শমশেরনগর চা বাগানের আদমটিলার নিজ বাড়িতে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। শমশেরনগর ও বাংলাদেশে বসবাসরত তেলুগু জনগোষ্ঠীর সবচেয়ে প্রবীন ব্যক্তিত্ব 'সুর নারায়ন গোয়ালা' এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে বাংলাদেশ তেলুগু পরিষদ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়