Skip to main content

ফলপ্রসূ সংলাপ চেয়ে ঐক্য প্রক্রিয়ার মানববন্ধন

সাব্বির আহমেদ : গণভবনের ভেতরে যখন চলছে সংলাপ, তখন এর বাইরে চলছে মোমবাতি প্রজ্জ্বলন। গণভবনের মূল ফটকের সামনে প্রায় ৫০ জনের মতো তরুণ সংঘাত নয় ফলপ্রসূ সংলাপের দাবিতে মানববন্ধনে দাঁড়িয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই তারা মোহাম্মদপুরের কলেজ গেটের সামনে জড়ো হতে থাকেন। সংলাপকে ফলপ্রসূ করার দাবিতে ছোট ছোট স্লোগান দিতে থাকেন তারা। সবার হাতে ছিল মোমবাতি ও ফ্যাস্টুন। ফেস্টুনে লেখা ছিল 'জাতীয় ঐক্য প্রক্রিয়া'। আজকের সংলাপকে স্বাগত জানিয়ে তারা বলছেন, কোনও অশান্তি নয় শুভ সংলাপ চান। কোনও ধরনের হানাহানি নয়, সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগ করতে চান। অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা। এখনও তারা সেখানে অবস্থান করে মানববন্ধন করছেন।