Skip to main content

হজরত আবু বকর সিদ্দীক (রা.)-এর শেষ উক্তি

আমিন মুনশি : শ্রেষ্ঠ সাহাবি ও প্রথম খলিফা। সর্বপ্রথম ঈমান আনায়নকারী পুরুষ। মহানবী (সা.)-এর চির সহচর। মিথ্যা নবুওয়াতের দাবীদারদের মূলোৎপাটন এবং জাকাত প্রদানে অস্বীকারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করেন। জীবনের শেষ সময় হযরত উমর রা. কে উদ্দেশ্য করে বললেন, এখন থেকে আপনি নামাজ পড়াবেন। অসুস্থতা বেড়ে যাওয়ায় কোন কোন সাহাবি আরজ করলেন, আপনি অনুমতি দিলে আমরা চিকিৎসক ডেকে আনবো। হযরত আবু বকর জবাবে বললেন, তিনি (আল্লাহ তায়ালা) যা ইচ্ছে করেন তা-ই করেন। অতঃপর যখন জীবনের অন্তিম সময় এসে উপস্থিত হলো, তিনি তখন পড়তে লাগলেন- (অর্থ:) প্রভু হে! ইসলামের উপর আমার মরণ দাও, মুসলিম হিসেবে আমার মৃত্যু হোক এবং আমাকে সৎলোকদের অন্তর্ভুক্ত কর। এ বাক্যটি শেষ হওয়ার সাথে সাথেই তার পবিত্র রূহ তার স্রষ্টার সান্নিধ্যে পৌঁছে যায়। (মাওলানা উবায়দুর রহমান খান নদভী রচিত ‘অন্তিম শয্যায় খ্যাতিমানদের শেষ উক্তি’ বইটি থেকে সংগৃহীত)