শিরোনাম
◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ জাতিসংঘে সদস্যপদ প্রস্তাবে মার্কিন ভেটোর নিন্দা ফিলিস্তিনের, লজ্জাজনক বলল তুরস্ক ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০১৮, ০১:০০ রাত
আপডেট : ০২ নভেম্বর, ২০১৮, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাবু হত্যা মামলায় চারজনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

মোস্তাফিজার রহমান, রংপুর : রংপুরে পিপি এ্যাড. রথীশ চন্দ্র ভৌমিক বাবুসোনা (৫৮) হত্যা মামলায় তৃতীয় দিনের মতো সাক্ষ্যগ্রহণ হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ মামলায় চারজনের সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে।

সাক্ষ্য গ্রহনের তৃতীয় দিনে নিহত এ্যাডভোকেট রথীশ চন্দ্র ভৌমিক ওরফে বাবুসোনার লাশ বহনের কাজে ব্যবহৃত স্টীল আলমারি নির্মানকারী শাপলা স্টীলের কর্মচারী ও স্টীল আলমারি নির্মানকারী মো: মারুফ মিয়া (২২), আসামী কামরুলের ব্যবহৃত মটর সাইকেল ও নিহত বাবুসোনার ব্যবহৃত মানিব্যাগ জব্দ তালিকার সাক্ষী মো: ইকবাল বসুনিয়া (৫২) ও মোমিনুল ইসলাম (৪৮) এবং কাউনিয়া পুজা উদযাপন পরিষদের সদস্য সচিব ও সুরতহাল রিপোর্ট তৈরীর সময় সাক্ষী রতন চন্দ্র বর্মনের সাক্ষ্য গ্রহণ করেন সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিজ্ঞ বিচারক এবিএম নিজামুল হক।

মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহনের তারিখ নির্ধারন করা হয়েছে চলতি মাসের ৬ ও ৭ নভেম্বর রোজ মঙ্গলবার ও বুধবার। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী পাবলিক পিপি আব্দুল মালেক। সাক্ষ্য গ্রহনের সময় স্টীল আলমিরা তৈরীকারী মারুফ মিয়া আসামী কামরুল ইসলামের নির্দেশে বিশেষ ভাবে নির্মিত স্টীল আলমিরা যা পরবর্তীতে বাবুসোনার মৃতদেহ বহনের কাজে ব্যবহৃত করা সেই স্টীল আলমিরাটি প্রর্দশন হয়।

এর আগে গত ২১ অক্টোবর অভিযোগপত্র আমলে নিয়ে বিচার কার্যক্রম শুরুর আদেশ দেন বিচার রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন জেলা ও দায়রা জজ আদালতের পিপি আব্দুল মালেক। অপরদিকে, আসামি পক্ষে মামলা পরিচালনা করেন স্টেট ডিফেন্স (রাষ্ট্র নিযুক্ত ) আইনজীবী বসুনিয়া মো. আরিফুল ইসলাম স্বপন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়