Skip to main content

কুমিল্লায় শান্তিপূর্ণ পরিবেশে জেএসসি ও সমমান পরীক্ষা শুরু

মাহফুজ নান্টু: কুমিল্লায় সুষ্ঠ নকলমুক্ত ও শান্তিপূর্ণভাবে জেএসসি-জেডিসির প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। কুমিল্লা শিক্ষাবোর্ডের অধীনে এবারের জেএসসি ও সমমানের পরীক্ষায় ২৯৯টি পরীক্ষা কেন্দ্রে সর্বমোট ২ লক্ষ ৯৫ হাজার ৮শত ২১ জন পরীক্ষার্থী অংশ নেয় এবং কুমিল্লা জেলাতে পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লক্ষ ২ হাজার ৮শত ৮৩ জন। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: রুহুল আমিন ভুঁইয়া জানান, সুষ্ঠ,নকলমুক্ত ও শান্তিপূর্ণভাবে জেএসসি ও সমমানের প্রথম দিনের পরীক্ষা সম্পন্ন হয়েছে। তিনি জানান, নগরীর বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। কুমিল্লা জিলা স্কুল, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, কুমিল্লা কালেক্টরেট স্কুল এন্ড কলেজ কেন্দ্র, কুমিল্লা মডার্ন হাই স্কুল, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজিয়েট স্কুল, ফরিদা বিদ্যায়তন, ঈশ্বর পাঠশালা ও পুলিশ লাইন উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন। বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে বোর্ডের চেয়ারম্যান বলেন, অন্যান্য বছরের চাইতে এবারের জেএসসি পরীক্ষা অত্যন্ত শান্তিপূর্ণ ও নকল মুক্ত পরিবেশে অনুষ্ঠিত শুরু হয়েছে। কারণ বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভালো রয়েছে। অভিভাবকদের মধ্যে নেই কোন আতঙ্ক, আবহাওয়া ও পরিবেশগত সব কিছুই অনূকুলে থাকায় পরীক্ষার ফলাফল বেশ ভালো হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। জেএসসি ও সমমানের পরীক্ষাকেন্দ্রে বর্তমানে প্রায় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানেই সিসি ক্যামেরা থাকায় পরীক্ষার শুরুটা খুবই সুশৃংখল ভাবে শুরু হয়েছে বলে মনে করছেন কুমিল্লা জেলা প্রশাসক মো: আবুল ফজল মীর। শেষ দিন পর্যন্ত পরীক্ষার্থী ও কেন্দ্রের চারপাশে সর্বোচ্চ নিরাপত্তা জারি থাকবে। আশা করি আগামী পরীক্ষা সমূহ ভালোভাবেই অংশগ্রহন করবে আমাদের শিক্ষার্থীরা। তাই পরীক্ষা চলমান অবস্থায় যাতে কোন প্রকার বিশৃংখলা বা কোন অপ্রীতিকর পরিস্থিতি না ঘটে সে দিকে অভিভাবক ও শিক্ষক মন্ডলী সহ সংশ্লিষ্ট সকলকে সহযোগিতা করতে হবে।