Skip to main content

ঠাকুরগাঁওয়ের দুই উপজেলার ফায়ার সার্ভিস ষ্টেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মো.সাদ্দাম হো‌সেন, ঠাকুরগাঁও প্রতিনিধি : ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঠাকুরগাঁওয়ের হরিপুর ও রাণীশংকৈল উপজেলার ফায়ার সার্ভিস ষ্টেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার দুপুরে প্রধানমন্ত্রীর বাসবভন গণভবন থেকে সরাসরি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ উদ্বোধনের ঘোষণা দেন তিনি। ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে থেকে ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে সভাপতিত্ব বরেন জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম।এসময় জেলা পুলিশ সুপার মোহা. মনিরুজ্জামান, জেলা মহিলালীগের সভাপতি দ্রোপদী দেবী আগরওয়ালা সহ রাজনৈতিক নেতৃবৃন্দ ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী ঠাকুরগাঁওয়ের হরিপুর ও রাণীশংকৈল উপজেলার ফায়ার সার্ভিস ষ্টেশনের উদ্বোধন করায় জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি আনন্দ র‌্যালি বের হয়। জেলা পুলিশের ব্যান্ডদলের মনোমুগ্ধকর বাজনার তালে তালে আনন্দ র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালিতে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ বিভিন্ন শ্রেণিপেমার মানুষ অংশ নেয়। ‌