Skip to main content

‘প্রধানমন্ত্রী উদার গণতন্ত্রে বিশ্বাসী বলেই সংলাপের আহবান করেছেন’

খোকন আহম্মেদ হীরা, বরিশাল: উন্নয়নের নেত্রী আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদার গণতন্ত্রে বিশ্বাসী বলেই সংলাপের আয়োজন করেছেন। সংলাপে আলোচনা যাই হোকনা কেন শেখ হাসিনার অধীনেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে দেশে কেউ বিশৃংখলার চেষ্টা করলে রাজনৈতিক মাঠে তাদের কঠোর জবাব দেয়া হবে। বৃহস্পতিবার সকালে বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর বন্দর সংলগ্ন জয়শ্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে প্রায় কোটি টাকা ব্যয়ে নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেছেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বরিশাল-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস। এসময় তিনি সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের ফিরিস্তি তুলে ধরে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দেয়ার জন্য সকলের প্রতি আহবান করেন। স্কুল পরিচালনা কমিটির সভাপতি মোঃ কবির হোসেনের সভাপতিত্বে উদ্বোধণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উজিরপুর পৌরসভার মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুল মজিদ সিকদার বাচ্চু, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম। বক্তব্য রাখেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাঝি, প্রধানশিক্ষক সোহরাব হোসেন প্রমুখ।