শিরোনাম
◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, হিট স্ট্রোকে একজনের মৃত্যু ◈ আইনজীবীদের গাউন পরতে হবে না: সুপ্রিমকোর্ট ◈ তীব্র গরমে স্কুল-কলেজ ও মাদরাসা আরও ৭ দিন বন্ধ ঘোষণা ◈ সিরিয়ায় আইএসের হামলায় ২৮ সেনা নিহত ◈ সরকার চোরাবালির ওপর দাঁড়িয়ে, পতন অনিবার্য: রিজভী  ◈ সরকারের বিরুদ্ধে অবিরাম নালিশের রাজনীতি করছে বিএনপি: ওবায়দুল কাদের ◈ বুশরা বিবিকে ‘টয়লেট ক্লিনার’ মেশানো খাবার খাওয়ানোর অভিযোগ ইমরানের ◈ গাজায় নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়াল ◈ প্রার্থী নির্যাতনের বিষয়ে পুলিশ ব্যবস্থা নেবে, হস্তক্ষেপ করবো না: পলক ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী

প্রকাশিত : ০২ নভেম্বর, ২০১৮, ১২:১৬ দুপুর
আপডেট : ০২ নভেম্বর, ২০১৮, ১২:১৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় বিএনপির অনশন কর্মসূচীতে ধাওয়া-পাল্টা ধাওয়া-গুলি বর্ষণ-আটক ৬

মাহফুজ নান্টু: দূর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সাজা ঘোষণার প্রতিবাদে কুমিল্লা জেলা ও মহানগর বিএনপির অনশন কর্মসূচীতে বিএনপির নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলি বর্ষণের ঘটনা ঘটে। এ সময় বিএনপির ৬ জন নেতাকর্মীকে আটক করা হয়।

বৃহস্পতিবার বেলা ১১ টায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে নগরীর বাদুরতলা এলাকায় কুমিল্লা (দ:) জেলা দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক হাজী আমিন উর রশীদের ইয়াছিনের কার্যালয়ের সামনে পূর্বঘোষিত কর্মসূচী পালনকালে পুলিশ বাঁধা দেয়। এ সময় পুলিশের সাথে বিএনপির নেতাকর্মীদের বাকবিতন্ডা থেকে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে গুলি বর্ষণের ঘটনা ঘটে বলে জানা গেছে।

মহানগর বিএনপির বেশ কয়েকজন নেতা নাম না প্রকাশকরার শর্তে জানান, আমরা পূর্বঘোষিত কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী নগরীর বাদুড়তলা এলাকায় শান্তিপূর্ণভাবে অনশণ প্রতিবাদ করতে গেলে পুলিশ বাধা দেয়। এ সময় পুলিশ নেতাকর্মীদের উপর গুলি বর্ষণ করে। আমাদেও বেশ কয়েক জন নেতাকর্মী আহত হয়। তারা আরো জানায়, কর্মসূচীতে সংঘর্ষের ঘটনায় ৬ কে আটক কওে পুলিশ। তবে আটক হওয়া নেতাকর্মীদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন মহানগর ছাত্রদল নেতা সাজ্জাদ ও ইউসুফ ।

এ বিষয়ে কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু ছালাম মিয়া জানান, কর্মসূচী পালনের নামে তারা সাধারণ জনগণের চলাচলে ব্যঘাত সৃষ্টি করায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েক রাউন্ড শর্টগানের গুলি ছোড়ে এবং ৬ জনকে আটক করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়