Skip to main content

সংলাপে বসার ব্যাপারে আমরা ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছি : সাইফুল হক

রফিক আহমেদ : বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক সাইফুল হক বলেছেন, গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসার ব্যাপারে আমরা ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছি। বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে সংলাপে অংশগ্রহণ করতে আগ্রহী নেতাদের নামসহ গণভবনে চিঠি পাঠানো হয়েছে। বৃহস্পতিবার সাইফুল হকের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ কথা বলেন। বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বলেন, বৃহস্পতিবার বিকেলে বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে সংলাপে অংশগ্রহণ করতে আগ্রহী নেতৃবৃন্দের নামসহ চিটি পাঠানো হয়েছে। রুহিন হোসেন প্রিন্স, আকবর খান ও খালেকুজ্জামান রিপনসহ বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দরা এ চিঠি গণভবনে পৌঁছে দেবেন। তিনি বলেন, আমরা বাম গণতান্ত্রিক জোট নেতৃবৃন্দ গণভবনে সংলাপে যাওয়ার প্রস্তুতি ব্যাপারে ৩ নভেম্বর আবার বৈঠকে বসবো।

অন্যান্য সংবাদ