Skip to main content

পিরোজপুরবাসীর স্বপ্নের বেকুটিয়া সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খেলাফত হোসেন খসরু, পিরোজপুর: বহু প্রত্যাশিত পিরোজপুর বাসীর স্বপ্নের বেকুটিয়া সেতুর নির্মাণ কাজের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় গণভবন থেকে ভিডিওকনফারেন্সিংয়ের মাধ্যমে বেকুটিয়া সেতুসহ পিরোজপুর জেলার তিনটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রকল্পগুলো হচ্ছে বরিশাল-খুলনা মহা সড়কের পিরোজপুরের কচাঁ নদীর উপরে বেকুটিয়ায় ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নির্মাণ কাজ, নবনির্মিত পিরোজপুর জেলা কারাগার এবং নবনির্মিত ভান্ডারিয়া উপজেলা শিল্পকলা একাডেমি ও মুক্তমঞ্চ। একই সাথে প্রধানমন্ত্রী পিরোজপুর সদর উপজেলার শতভাগ বিদ্যুতায়নেরও উদ্বোধন করবেন। পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক-সাঈফ মিজান স্মৃতি সভাকক্ষে এ কার্যক্রমের ভিডিও কনফারেন্সিং অনুষ্ঠিত হয়। পিরোজপুর শহর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে নির্মিত বেকুটিয়ায় কচাঁনদীর উপর ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর নির্মাণ প্রকল্পটি সড়ক ও জনপথ অধিদপ্তর ২০১৭ সালের ১ অক্টোবর হতে ২০২১ সালের ৩১ জানুয়ারী মেয়াদে বাস্তবায়ন করছে। বাংলাদেশ সরকারের ১৬৭০৪.৪৫ লাখ টাকা ও চীন সরকারের ৬৫৪৭৯.৬৪ লাখ টাকা ব্যয়ে ৯৯৮ মিটার দীর্ঘ এ পিসিবক্স গার্ডার সেতু হচ্ছে। এ সেতুর প্রস্থ হবে ১৩.৪০ মিটার, খুলনা-বাগেরহাট-পিরোজপুর-ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কের উপর সেতুটি নির্মিত হলে খুলনা বিভাগ ও বরিশাল বিভাগের মধ্যে যাতায়াত নিরাপদ, সহজ এবং সময় সাশ্রয়ী হবে। এছাড়া প্রায় ৪০ কোটি টাকা ব্যয়ে নির্মিত নতুন পিরোজপুর জেলা কারাগারের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বর্তমানে ১৭৭ জন ধারণ ক্ষমতার পিরোজপুর জেলা কারাগারে দৈনিক গড়ে ৪০০ জন বন্দী মানবেতর অবস্থায় জীবন যাপন করেন। সে ক্ষেত্রে ঘটবে আমূল পরিবর্তন। নতুন জেলা কারাগারের ধারণ ক্ষমতা হবে ৪৫০ জন। জেলা কারাগারে বন্দীদের জন্য থাকবে ওয়ার্কশেড, সাজাপ্রাপ্ত কয়েদি, বিচারাধীন কয়েদি ও মহিলা কয়েদিদের জন্য থাকবে আলাদা আলাদা ব্যারাক। থাকবে পুরুষ অসুস্থ বন্দীদের জন্য মেডিকেল সেন্টার, প্রিজনারস সেল, ক্যান্টিন ইত্যাদি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এক কোটি ৮৪ লাখ টাকা ব্যয়ে ভান্ডারিয়া উপজেলা শিল্পকলা একাডেমি ও মুক্তমঞ্চ নির্মিত হয়েছে। ৬০০ দর্শক ধারণক্ষমতা সম্পন্ন একটি গ্যালারীসহ ৫০ শতাংশ জমির উপর নির্মিত এ স্থাপনায় একাডেমি অংশে ট্রেনিং রুম, দুইটি ড্রেসিং রুম, ভিআইপি রুম, ছয়টি টয়েলেট রয়েছে। শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চটি ভান্ডারিয়া পোনা নদীর পশ্চিম তীরে বন বিভাগের ইকোপার্ক ও থানা সংলগ্ন। জেলা প্রশাসকের সভাকক্ষে ভিডিও কনফারেন্সেং উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন সহ রাজনৈতিক, সামাজিকও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ সহ সরকারী কর্মকর্তা-কর্মচারীরা।