Skip to main content

প্রথম টেস্ট খেলতে সিলেট পৌঁছেছে জিম্বাবুয়ে দল

প্রথম টেস্ট খেলতে সিলেট পৌঁছেছে জিম্বাবুয়ে দল
নিজস্ব প্রতিবেদক : ওয়ানডে সিরিজ শেষে টেস্ট সিরিজের শেষ প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। যেখানে দুই ম্যাচ সিরিজের প্রথমটি আগামী ৩ নভেম্বর শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এই ম্যাচের মধ্যে দিয়েই সিলেটে টেস্ট ক্রিকেটের সূচনা হবে। এই সিরিজকে ঘিরে বেশকিছু দিন ধরেই সিলেটে অনুশীলন করে যাচ্ছেন মুশফিক-রিয়াদরা। তবে ম্যাচের একদিন আগে সেখানে পৌঁছালো সফরকারী জিম্বাবুয়ে। বৃহস্পতিবার (০১ নভেম্বর) বেলা ২টায় চট্টগ্রাম থেকে সিলেটে পৌঁছায় মাসাজাদজার নেতৃত্বে জিম্বাবুয়ে। এ ব্যাপারটি বাংলানিউজকে নিশ্চিত করেছেন, সিলেট স্টেডিয়ামের মিডিয়া উইং ফরহাদ কুরাইশি।