Skip to main content

সিরাজগঞ্জে উল্লাপাড়ায় নদী থেকে দুই যুবক ও রায়গঞ্জ থেকে এক যুবকের লাশ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে উল্লাপাড়ায় ফুলজোড় নদী থেকে দুই যুবক ও রায়গঞ্জ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকাল ১০টা ও বেলা ১১টার দিকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি হলেন, রায়গঞ্জ উপজেলার ব্যাংনাই তেঘরী গ্রামের আব্দুস সামাদের ছেলে ফজলার রহমান ফজল। উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান কৌশিক আহমেদ জানান, ফুলজোড় নদীতে দুই যুবকের ভাসমান লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতদের লাশ উদ্ধার করা হয়। দুটি লাশই অর্ধগলিত। লাশ দুটি উজান থেকে ভেসে এসেছে বলে ওসি জানান। এদিকে জেলার রায়গঞ্জ থেকে ফজলার রহমান ফজল (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায়, সকালে নিজ বাড়িতে ফজলারের লাশ পড়ে থাকতে দেখা স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের লাশ উদ্ধার করে। তার মৃতদেহের পাশে বিষের বোতল পড়ে ছিলো। এটি হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত হতে নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে। এব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অন্যান্য সংবাদ