শিরোনাম
◈ বিমানবন্দরের থার্ড টার্মিনালের বাউন্ডারি ভেঙে বাস ঢু‌কে প্রকৌশলী নিহত ◈ জাতীয় পতাকার নকশাকার শিব নারায়ণ দাস মারা গেছেন ◈ ইরানের ইস্পাহান ও তাব্রিজে ইসরায়েলের ড্রোন হামলা, ৩টি ভূপাতিত (ভিডিও) ◈ ভেটোর তীব্র নিন্দা,মার্কিন নীতি আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লংঘন : ফিলিস্তিন ◈ স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের গল্প-প্রবন্ধ নিয়ে সাময়িকী প্রকাশনা করবে বাংলা একাডেমি ◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে সংসদে আইন পাশ করব: স্বাস্থ্যমন্ত্রী ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০১৮, ১১:০৩ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০১৮, ১১:০৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোলরক্ষক মেহেদির নৈপূণ্যে সাফের ফাইনালে বাংলাদেশ

আক্তারুজ্জামান : সিনিয়ররা না পারলেও জুনিয়ররা করে দেখালো। অবশ্য দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছে মেয়েরা। এবার সেই শ্রেষ্ঠত্ব প্রমাণের পথে হাটছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৫ দল। ছেলেদের সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবলের ফাইনালে উঠেছে বাংলাদেশ। নেপালের আনফা কমপ্লেক্সে আজ প্রথম সেমিফাইনালে ভারতকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়েছে লাল-সবুজের দল। নির্ধারিত সময় পর্যন্ত খেলাটি ১-১ গোলে সমতা ছিল ম্যাচটি।

উত্তেজনাময় ম্যাচে টাইব্রেকারে গোলরক্ষক মেহেদি হাসানের বীরত্বে জিতেছে বাংলাদেশ। কিন্তু এই মেহেদি হাসান বাংলাদেশ দলের মূল গোলরক্ষকই ছিলেন না। সেমিফাইনালে নেপালের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিল দলের মূল গোলরক্ষক মিতুল মারমা। সে কারণে সেমিফাইনালে খেলা হয়নি তার। ভারতের বিপক্ষে মিতুলের জায়গায় মূল একাদশে সুযোগ পায় রিজার্ভ গোলরক্ষক মেহেদি হাসান। সুযোগ পেয়েই বাজিমাত! টাইব্রেকারে ভারতের প্রথম দুটি শটই ঠেকিয়ে দেন এই কিশোর। অপরদিকে বাংলাদেশের কোনো শট লক্ষ্যভ্রষ্ট হয়নি।

টুর্নামেন্টের প্রথম সেমিতে শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক খেলার চেষ্টা করে। মাঝমাঠে বল দখলের লড়াইয়ে অবশ্য ভারতই এগিয়ে ছিল। গোলও এসেছে মাঝমাঠের খেলা থেকেই। ১৭ মিনিটে বক্স থেকে বেশ দূরে বল পেয়ে যান ভারতের হর্ষ শৈলেশ। আচমকা দূরপাল্লার শটে বলটা বাতাসে ভাসিয়ে দেন। বাংলাদেশের গোলরক্ষক মেহেদি কিছুটা এগিয়ে থাকায় বলের ফ্লাইট বুঝতে পারেননি। ফলে বলটা ভাসতে ভাসতে আশ্রয় নেয় জালে।

১-০ গোলে এগিয়ে থেকেই খেলা শেষ করতে চেয়েছিল ভারত। কিন্তু ম্যাচের অতিরিক্ত সময়ে ভারতের ডি-বক্সে বাংলাদেশের ফরোয়ার্ডকে ফাউল করায় পেনাল্টির বাঁশি বাজান রেফারি। ৯৩ মিনিটে স্পট কিক থেকে গোল করে সমতা ফেরান আশিকুর রহমান। ১-১ সমতায় শেষ হওয়া ম্যাচটি নিষ্পত্তির জন্য টাইব্রেকারের আশ্রয় নেন রেফারি। সেখানেই বাজিমাত বাংলাদেশের।

দিনের অপর ম্যাচে দ্বিতীয় সেমিফাইনালে স্বাগতিক নেপালকে ৪-০ গোলে হারিয়ে ফাইনালে বাংলাদেশের সঙ্গী হয়েছে পাকিস্তান। আগামী শনিবার ৩ নভেম্বর একই ভেন্যুতে শিরোপার লড়াইয়ে নামবে বাংলাদেশ ও পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়