শিরোনাম
◈ দক্ষিণ ভারতে ইন্ডিয়া জোটের কাছে গো-হারা হারবে বিজেপি: রেভান্ত রেড্ডি ◈ ইরানের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নতুন নিষেধাজ্ঞা ◈ আবারও বাড়লো স্বর্ণের দাম  ◈ ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার ঢাকা সফর স্থগিত ◈ বিএনপি নেতাকর্মীদের জামিন না দেওয়াকে কর্মসূচিতে পরিণত করেছে সরকার: মির্জা ফখরুল ◈ ব্রিটিশ হাইকমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক ◈ মিয়ানমার সেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করা সম্ভব হচ্ছে না: সেনা প্রধান ◈ উপজেলা নির্বাচন: মন্ত্রী-এমপিদের আত্মীয়দের সরে দাঁড়ানোর নির্দেশ আওয়ামী লীগের ◈ বোতলজাত সয়াবিনের দাম লিটারে ৪ টাকা বাড়লো ◈ রেকর্ড বন্যায় প্লাবিত দুবাই, ওমানে ১৮ জনের প্রাণহানি

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০১৮, ১১:০৮ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০১৮, ১১:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৭দফা বাস্তবায়ন না করে আগামী সংসদ নির্বাচন হতে দেবো না : মোশাররফ

শিমুল মাহমুদ : নেতাকর্মীদের কঠোর আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করার আহবান জানিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, দেশে যদি জাতীয় নির্বাচন করতে হয় ৭ দফাকে দাবি মানতে হবে। ৭দফা দাবি বাস্তবায়ন না করে আগামী সংসদ হতে দেবো না। এবং সম্ভব হবে না।

বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানী ঢাকা মহানগর নাট্য মঞ্চে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলায় সাজা দেয়ার প্রতিবাদে গণঅনশনে তিনি এসব কথা করে বলেন।

খন্দকার মোশাররফ বলেন, ঐক্যফ্রন্টের ৭দফা দাবি দেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী। অনেক কথা বার্তা হচ্ছে, লোক দেখানো এই সংলাপ, আমাদের ফাদে ফেলানোর এই সংলাপ।

তিনি বলেন, আমরা রাজনীতিতে পোরানো। যারা আজকে আমাদের সাথে বসবেন তাদের আমরা চিনি, আপনারা আমাদের ফাঁদে ফেলবেন, ধোকা দিবেন আর এটা সম্ভব হবে না।

তিনি আরো বলেন, আমরা ৭দফা উপস্থাপন করা। আমাদের পরিষ্কার কথা দেশে যদি নির্বাচন করতে হয় ৭ দফাকে মানতে হবে। ৭দফা বাস্তবায়ন না করে আগামী সংসদ হতে দেবো না। এবং সম্ভব হবে না।

বিএনপির সসাবেক এই নেতা বলেন, আপনারা আওয়ামী লীগকে চিনেন, সংলাপে সব দিয়ে দেবে তা বিশ্বাস করার কোন কারণ নাই। তাই পরবর্তীকালে আপানাদের কঠোর আন্দোলনের প্রস্তুতি গ্রহণ করতে হবে।

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সভাপতিত্বে অনশনে উপস্থিত ছিলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য,খন্দকার মোশররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা আতাউর রহমান ঢালী, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরানসহ দলের অঙ্গ-সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়