শিরোনাম
◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত ◈ জলদস্যুদের হাতে জিম্মি জাহাজ মুক্ত করার বিষয়ে  সরকার অনেক দূর এগিয়েছে: পররাষ্ট্রমন্ত্রী  ◈ এসএসসি পরীক্ষায় আমূল পরিবর্তন, বদলে যেতে পারে পরীক্ষার নামও ◈ পঞ্চম দিনের মতো কর্মবিরতিতে ট্রেইনি ও ইন্টার্ন চিকিৎসকরা ◈ অর্থাভাবে পার্লামেন্ট নির্বাচনে লড়বেন না ভারতের অর্থমন্ত্রী ◈ কখন কাকে ধরে নিয়ে যায় কোনো নিশ্চয়তা নেই: ফখরুল ◈ জনপ্রিয়তায় ট্রাম্পের কাছাকাছি বাইডেন ◈ আদালত থেকে জঙ্গি ছিনতাই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নতুন তারিখ ৮ মে ◈ সেনা গোয়েন্দাসংস্থার বিরুদ্ধে ৬ পাক বিচারপতির ভয় দেখানোর অভিযোগ ◈ নিরস্ত্র ফিলিস্তিনিরা সাদা পতাকা উড়াচ্ছিল, তাদের বূলডোজার দিয়ে মাটি চাপা দিল ইসরায়েলী সেনারা

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০১৮, ১০:৫১ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০১৮, ১০:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খালেদা জিয়া, তারেক রহমানের নাম আসবে নেলসন মেন্ডেলার কাতারে : মির্জা আব্বাস

শিহাবুল ইসলাম : বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, খালেদা জিয়া, তারেক রহমানের নাম আসবে নেলসন মেন্ডেলার কাতারে। খালেদা জিয়া ও তারেক রহমানকে দলীয় নেতৃত্বের পদ থেকে অপসারণের চেষ্টা করে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করা সম্ভব হবে না।

তিনি বলেন, আমাদের কোনো কর্মীকে বাইরে থাকতে দেন না। পালিয়ে থাকে সব। কিন্তু একদিন সব কিছুর শেষ আছে। এভাবে করতেই থাকলে কিন্তু এই সরকারের নাম মুসলিনি, হিটলার ওদের সারিতে আসবে।

বৃহস্পতিবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা বাড়ানোর প্রতিবাদে গণঅনশন কর্মসূচীতে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, গতকাল কোর্ট থেকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে আমাদের দলীয় নেতৃত্বের পদ থেকে অপসারণের চেষ্টা করা হচ্ছে। এইটাতো সরকারের স্বার্থেই করা হবে। যদি অপরাজনীতিটা করেন। আমি বুঝি না, আপনাদের লাভটা কি হবে? আমি বুঝতে পারছি না এটা করে আপনাদের কি লাভ।

বিএনপিকে ক্ষতিগ্রস্ত করতে চান? ভাগ করতে চান? সম্ভব হবে না। যতই চক্রান্ত করেন, জুলুম করেন না কেনো। আমাদের আইনজীবীরা এ নিয়ে কাজ করছেন।

শুধু দেশনেত্রীর না, তারেক রহমানের নামও বাংলাদেশের প্রতিটি জনগন, বিএনপির প্রতিটি নেতাকর্মীর বুকে স্বর্নাক্ষরে লেখা থাকবে। মুছে ফেলতে পারবেন না, অপচেষ্টা করবেন না, অনেক করেছেন। অনেক অত্যাচার করেছেন আমরা জানি।

গণঅনশনে আরও উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান সহ দলের নেতা-কর্মীরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়