শিরোনাম
◈ ভুটানের রাজার সঙ্গে থিম্পু পৌঁছেছেন তথ্য প্রতিমন্ত্রী ◈ চট্টগ্রামের জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে ◈ জিয়াও কখনো স্বাধীনতার ঘোষক দাবি করেনি, বিএনপি নেতারা যেভাবে করছে: ড. হাছান মাহমুদ ◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০১৮, ১০:৪৫ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০১৮, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফের কোহলিদের মেন্যুতে গরুর মাংস!

স্পোর্টস ডেস্ক: চলতি মাসেই অস্ট্রেলিয়া সফরে যাবে টিম ইন্ডিয়া। সেখানে তিনটি টি-টোয়েন্টি, চারটি টেস্ট আর তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে বিরাট কোহলিরা। সেই সফরে ভারতীয় ক্রিকেটারদের খাবার মেন্যুতে রাখা হয়েছে গরুর মাংস। তবে, ভারতীয় টিম ম্যানেজমেন্ট থেকে তদারকির জন্য পাঠানো দুই সদস্যের কমিটি সফরকারীদের খাবার মেন্যু থেকে গরুর মাংস বাদ দিতে এরই মধ্যে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডকে অনুরোধ করেছে।
আগামী ২১ নভেম্বর থেকে শুরু হবে ভারতের অস্ট্রেলিয়া সফর। প্রায় দুই মাসের এই সফর শেষ হবে ১৮ জানুয়ারি।

হিন্দু ধর্মাবলম্বীদের গরুর মাংস খাওয়ায় বিধি-নিষেধ আছে। ভারতীয় দলের বেশিরভাগ ক্রিকেটারই হিন্দু হওয়ায় তাদের মেন্যুতে গরুর মাংসের আইটেম যাতে রাখা না হয় সেদিকে নজর রাখতে বলা হয়েছে অজি ক্রিকেট বোর্ডকে। তদারক কমিটির সদস্যদের বরাত দিয়ে ভারতীয় টিম ম্যানেজমেন্টের একজন ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আসলে খাবার মেন্যুটি দুই দলের জন্যই তৈরি করা হয়েছিল। আমাদের মেন্যু থেকে গরুর মাংস বাদ দিতে বলা হয়েছে।
এর আগে ইংল্যান্ড সফরে ভারতের খাবার মেন্যুতে গরুর মাংস রাখা হয়েছিল। সেই মেন্যুর ছবি পোস্ট করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই সফরের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের লাঞ্চ বিরতির সময় বিরাট কোহলিদের যা দেয়া হয়েছিল, সেই মেন্যু দেখে রীতিমতো ক্ষোভে ফুঁসে ওঠে ভারতীয় সমর্থকরা। সেবার লাঞ্চের মেন্যুতে ছিল গরুর মাংস। বিসিসিআই তাদের টুইটার অ্যাকাউন্টে লর্ডস টেস্টের সেই দিনের খাবারের মেন্যুর ছবি পোস্ট করার পরই সামাজিক যোগাযোগমাধ্যম গরম হয়ে উঠে। ছবিতে দেখা গিয়েছিল একটি আইটেমের নাম-ব্রেইসড বিফ পাস্তা।

সেবার ভারতীয় সমর্থকরা প্রশ্ন তুলেছিল-কেন কোহলির দলকে গরুর মাংস দেয়া হলো? ভারতীয় ক্রিকেট বোর্ড সেটা কেন মেনে নিলো, আর কেনই বা মেন্যুর ছবি পোস্ট করলো সেই প্রশ্ন ছিল অনেকের। তবে, এবার আর প্রশ্ন তোলার সুযোগ রাখেনি ভারতীয় ক্রিকেট বোর্ড। অস্ট্রেলিয়া আর ভারত-দুই দলের জন্যই খাবারের মেন্যু এক রাখা হলেও ভারতের মেন্যু থেকে গরুর মাংস বাদ দেওয়ার বিষয়টি তারা জানিয়ে দিয়েছে। এরই মধ্যে অস্ট্রেলিয়ায় অবস্থিত ভারতীয় হোটেল থেকে কোহলি, ধোনি, ধাওয়ানদের খাবার তৈরির ব্যবস্থা করা হবে বলে নিশ্চিত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়