শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র সরে এলে বিশ্বরাজনীতিতে নেতৃত্ব দেবে কে: বাইডেন ◈ মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠালো বিজিবি ◈ উপজেলা নির্বাচনে অংশ নেওয়ায় বিএনপির ৬৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ ◈ বর্ধিত ভাড়ায় ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু ◈ বাড়ছে না শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ◈ মা হিসেবে পূর্ণ অভিভাবকত্ব পেয়ে দেশের ইতিহাসে নাম লেখালেন অভিনেত্রী বাঁধন ◈ আরও তিন মামলায় জামিন পেলেন মামুনুল হক ◈ সাজেকে ট্রাক খাদে পড়ে নিহতের সংখ্যা বেড়ে ৯ ◈ তাপপ্রবাহে উচ্চ স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা,  বাড়তি সতর্কতার পরামর্শ ইউনিসেফের ◈ মন্ত্রী ও এমপিদের নিকটাত্মীয়রা প্রার্থিতা প্রত্যাহার না করলে সময়মতো ব্যবস্থা নেওয়া হবে: ওবায়দুল কাদের 

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০১৮, ১০:৪৩ দুপুর
আপডেট : ০১ নভেম্বর, ২০১৮, ১০:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রীমঙ্গলে পানিতে ডুুবে কলেজ শিক্ষার্থীর মৃত্যু, স্বাস্থ্য কমপ্লেক্স ভাঙচুর

স্বপন কুমার দেব, মৌলভীবাজার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলায় পুকুরের পানিতে ডুবে রাহুল দেব রায় (২১) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মৃত্যুকে কেন্দ্র করে শ্রীমঙ্গল সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সে ভাঙচুর করেছে তার আতত্মীয় স্বজন ও সহপাঠীরা। বুধবার দুপুরে শ্রীমঙ্গল শহরের হাউজিং স্টেট এলাকার পুকুরে এই ঘটনাটি ঘটেছে।

নিহত রাহুল এইচএসসিতে জিপিএ-৫ পেয়ে সিলেটের মুরারিচাঁদ (এমসি) কলেজের স্নাতক বিভাগে অধ্যয়ন করছে। সে শ্রীমঙ্গল সরকারি কলেজের অফিস সহকারী গৌরাঙ্গ দেবের ছেলে ।

হাসাপাতাল সূত্রে জানা যায়,শহরের হাউজিং স্টেট এলাকার পুকুরে ডুবে গেলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। এ সময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক সাজ্জাদ রাহুলকে মৃত ঘোষণা করেন। রাহুল হঠাৎ নড়ে উঠছে টের পেয়ে ‘ছেলেটি মারা যায়নি’ বলে কর্তব্যরত ডাক্তারের দৃষ্টি আকর্ষণ করেন। একপর্যায়ে তারা হাসপাতালের গ্লাস ভাঙচুর করেন।

শ্রীমঙ্গল স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজ্জাদ বলেন, তারা রাহুলকে মৃত অবস্থাতেই হাসপাতালে নিয়ে আসেন। তারপরও তাদের পরিবারকে সান্ত¡না দেয়ার জন্য আমি মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যেতে বলেছিলাম।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জয়নাল আবেদিন টিটু বলেন, ছেলেটি পানিতে ডুবেই মারা যায়। নিহত রাহুলের সহপাঠীরা উত্তেজিত হয়ে হাসপাতালে ভাংচুর চালায় খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

শ্রীমঙ্গল থানার এস, আই রফিকুল ইসলাম জানান, লাশটি ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়