Skip to main content

বরখাস্ত হওয়া রিয়ালের সেই কোচ পাবেন ২৮ কোটি ৬৫ লাখ টাকা

স্পোর্টস ডেস্ক : হুলেন লোপেতেগুইর চাকরি ১৩৯ দিনের বেশি টিকলো না রিয়াল মাদ্রিদে। অথচ বেশ সাড়া জাগিয়েই সান্তিয়াগো বার্নাব্যুতে গিয়েছিলেন তিনি। রাশিয়ার বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে রিয়ালে যোগ দিয়েছিলেন। যার জন্য স্পেনের জাতীয় দলের কোচের চাকরি হারাতে হয়েছিল তাকে। কিন্তু রিয়ালে যোগ দিয়েও আবার বরখাস্ত হতে হলো তাকে। লোপেতেগুইর অধীনে মৌসুমের শুরু থেকেই ধুঁকছিল রিয়াল। শেষ ৭ ম্যাচে মাত্র একটি জিততে পেরেছে। লা লিগায় তো আরো করুণ দশা। ১০ ম্যাচে মাত্র ১৪ পয়েন্ট নিয়ে নবম স্থানে দলটি। জিতেছে মাত্র ৪ ম্যাচ। রোববার এল ক্লাসিকোতে বার্সেলোনার কাছে ৫-১ গোলে বিধ্বস্ত হয় তারা। যে দলে ব্যালন ডি’অরের আট জন মনোনয়নপ্রাপ্ত খেলোয়াড় আছেন, সে দলের এমন হারে আর চুপ থাকতে পারেননি রিয়ালের প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ। বরখাস্তই করে দিলেন লোপেতেগুইকে। অবশ্য রিয়াল থেকে একেবারে খালি হাতে চলে যেতে হচ্ছে না সাবেক এই স্প্যানিশ কোচকে। চার মাস চাকরি করলেও ক্ষতিপূরণ হিসেবে ৬ মাসের বেতন দেওয়া হবে তাকে। যার পরিমাণ ৩ মিলিয়ন ইউরো যা বাংলাদেশী টাকায় ২৮ কোটি ৬৫ লাখ টাকা । যদিও লোপেতেগুইর সাথে তিন বছরের চুক্তি করেছিল রিয়াল। এই ৩ বছরে ১৮ মিলিয়ন ইউরো পাওয়ার কথা ছিল তার। জিনেদিন জিদান রিয়াল কোচের পদ ছাড়লে তার স্থলাভিষিক্ত হন লোপেতেগুই। তার আগে স্পেন জাতীয় দলের দায়িত্বে ছিলেন এই কোচ। বিশ্বকাপ শুরুর দুদিন আগে নতুন কোচ হিসেবে লোপেতেগুইয়ের নাম ঘোষণা করেছিল রিয়াল। স্পেনের সঙ্গে চুক্তি থাকা অবস্থায় রিয়ালের সঙ্গে চুক্তি করায় বিশ্বকাপ শুরুর আগেই লোপেতেগুইকে বরখাস্ত করেছিল স্পেন ফুটবল ফেডারেশন।