শিরোনাম
◈ বিশৃঙ্খলার পথ এড়াতে শিশুদের মধ্যে খেলাধুলার আগ্রহ সৃষ্টি করতে হবে: প্রধানমন্ত্রী ◈ তাপপ্রবাহের কারণে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্লাসও বন্ধ ঘোষণা ◈ সোনার দাম কমেছে ভরিতে ৮৪০ টাকা ◈ ঈদযাত্রায় ৪১৯ দুর্ঘটনায় নিহত ৪৩৮: যাত্রী কল্যাণ সমিতি ◈ অনিবন্ধিত নিউজ পোর্টাল বন্ধে বিটিআরসিতে তালিকা পাঠানো হচ্ছে: তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ◈ পাবনায় হিটস্ট্রোকে একজনের মৃত্যু ◈ জলাবদ্ধতা নিরসনে ৭ কোটি ডলার ঋণ দেবে এডিবি ◈ ক্ষমতা দখল করে আওয়ামী শাসকগোষ্ঠী আরও হিংস্র হয়ে উঠেছে: মির্জা ফখরুল ◈ বেনজীর আহমেদের চ্যালেঞ্জ: কেউ দুর্নীতি প্রমাণ করতে পারলে তাকে সব সম্পত্তি দিয়ে দেবো (ভিডিও) ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪২ দশমিক ৩ ডিগ্রি, হিট স্ট্রোকে একজনের মৃত্যু

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০১৮, ০৯:২৫ সকাল
আপডেট : ০১ নভেম্বর, ২০১৮, ০৯:২৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বল টেম্পারিং একটি আন্তর্জাতিক সমস্যা : ল্যাঙ্গার

স্পোর্টস ডেস্ক : গত মার্চে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের বল টেম্পারিং কাণ্ডে নড়েচড়ে বসে সারা বিশ্ব ক্রিকেট। উদ্বিগ্ন হয় অস্ট্রেলিয়া দলের বর্তমান প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গারও। তার বিশ্বাস, বল টেম্পারিং শুধু অস্ট্রেলিয়ান ক্রিকেটের সমস্যা নয়। বরং এটা আন্তর্জাতিক পর্যায়ের অনেক বড় একটি সমস্যা।

এমন ন্যাক্কারজনক কাজের কারণে নিষেধাজ্ঞাও পেয়েছেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার এবং ক্যামেরন ব্যানক্রফটের মতো তিন অজি তারকা ক্রিকেটার। কিন্তু বলের বিকৃতি করে সুবিধা নেয়া কিভাবে একজন ক্রিকেটারের মাথায় আসে বোধগম্য নয় সাবেক এই অজি ক্রিকেটারের।

ক্রিকইনফোকে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাঙ্গার বলেন, ‘আমার সৎ দৃষ্টিকোণ থেকে এটা আন্তর্জাতিক পর্যায়ের একটি সমস্যা। আমি এক সেকেন্ডের জন্যও বুঝতে পারছি না আমরা কিভাবে স্যান্ড পেপার নিয়ে মাঠে যাচ্ছি। এটা আমার কাছে বোধগম্য নয়। আমার যা মনে হয় বল টেম্পারিং এমন একটা জিনিস যা আন্তর্জাতিকভাবে ছড়িয়ে আছে।’

এই কাজের পেছনে গুরুত্বপূর্ণ একটি যুক্তি দাঁড় করিয়েছেন ল্যাঙ্গার। তার মতে উইকেট যখন বোলারদের সাহায্য করে না তখনই এই সব বাজে কাজের চিন্তা আসে। তবে এটা যে ভবিষ্যতে ভয়াবহ রূপ নিতে যাচ্ছে বুঝতে পারছেন ল্যাঙ্গার।

তাই বিশ্বের সব জায়গায় মান সম্মত উইকেট তৈরির জন্য তাগিদ দিচ্ছেন অজিদের এই কোচ। ‘আমরা বিশ্ব ক্রিকেটের সব উইকেটগুলোকে ঠিকভাবে তৈরি করতে পারি যাতে বল সুইং পায়। স্পিন অথবা সুইং যেটাই হোক।

‘এটা সত্যিই অনেক ভয়াবহ। আমি এটাকে যেভাবে চিন্তা করি তা হল, আপনি একজন ছোট একজন বালক এবং আপনি আপনার ভাইয়ের সাথে পুরনো সময়ের ক্রিকেট খেলছেন। আপনি বলের এক পাশে টেপ লাগাবেন যাতে এটা সুইং করে। কারণ যদি আপনি বলে সুইং না করাতে পারেন তাহলে ভাইকে আউট করতে পারবেন না। যেটা অনেক বিরক্তিকর।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়