Skip to main content

কামরাঙ্গীরচরে কালুরঘাট খালে অবৈধ দখল উচ্ছেদ

স্মৃতি খানম: দখল-দূষণে হারিয়ে যেতে বসেছে কামরাঙ্গীরচরের কালুরঘাট খাল। দখল হয়ে গেছে ৪ কিলোমিটারের খালটির বেশিরভাগ অংশ। জেলা প্রশাসনের তৎপরতায় বুধবার খালের অবৈধ দখলের কিছু অংশ উচ্ছেদ করা হয়। তবে দখলদাররা আদালতের স্থগিতাদেশ নেওয়ায় পুরোপুরি উদ্ধার সম্ভব হয়নি। কোথায় টিনশেড বাড়ি আবার কোথাও বা প্রাচীর দিয়ে সীমানা ঘেরা। কেউ আবার তুলে ফেলেছেন বহুতল ভবন। গড়ে তুলেছেন কারখানা। আর এসবের মাঝে হারিয়ে গেছে শত বছর পুরোনো কালুরঘাট খাল। স্থানীয় প্রভাবশালীদের যোগসাজসে বালি ফেলে মুছে দেওয়া হয়েছে ৪ কিলোমিটার দৈর্ঘ্যের খালের অস্তিত্ব। খালের জমি বেচা-বিক্রিও হয়ে গেছে কয়েক দফা । মহানগর জরিপে হালনাগাদ না হলেও দখলদারদের প্রায় সবারই আছে নিজ নামে দলিল ও বিদুৎ বিলের রশিদ। খালটি উদ্ধার করতে গুড়িয়ে দেয়া হয় বেশ কিছু কাঁচা-ঘরবাড়ি। তবে আদালতের স্থগিতাদেশ থাকায় উচ্ছেদ অসমাপ্ত রেখে চলে আসতে হয় জেলা প্রসাশনকে। খালটি পুরোপুরি উদ্ধারে আইনি লড়াইসহ সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। সূত্র: ইন্ডিপেনডেন্ট টিভি