Skip to main content

২১ জন নিয়ে সংলাপ হয় না : এরশাদ

রবিন আকরাম : জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে আওয়ামী লীগের সংলাপ সফল হওয়া নিয়ে শঙ্কার জানিয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সংলাপ আমি একলা করবো, দু-চারজন করবো। ২১ জন মানুষকে নিয়ে সংলাপ করা যায় না। তিনি বলেন, ঐক্যফ্রন্ট যে দাবি দিয়েছে শেখ হাসিনা তা মানবেন না। সংবিধান মতে দাবিগুলো মানা সম্ভব নয়। বৃহস্পতিবার দুপুরে রংপুর পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে একথা জানান এরশাদ। জাতীয় পার্টির সংলাপের বিষয়ে এরশাদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপ করতে নয় বরং শুভেচ্ছা জানাতে আগামী ৫ নভেম্বর গণভবনে যাব। তিনি বলেন বলেন, তারা আমাকে চিঠি দিয়েছে, আমি যাবো তবে সংলাপ এখন হবে না। সংলাপের চাপ এখনও হয়নি। আমরা কোন দাবি নিয়ে নয়, শুভেচ্ছা জানাতে সেখানে যাবো।

অন্যান্য সংবাদ