শিরোনাম
◈ আওয়ামী লীগ সবচেয়ে বড় ভারতীয় পণ্য: গয়েশ্বর ◈ সন্ত্রাসীদের ওপর ভর করে দেশ চালাচ্ছে সরকার: রিজভী ◈ ইফতার পার্টিতে আওয়ামী লীগের চরিত্রহনন করছে বিএনপি: কাদের ◈ বাংলাদেশে কারাবন্দী পোশাক শ্রমিকদের মুক্তির আহ্বান যুক্তরাষ্ট্রের ফ্যাশন লবি’র ◈ দক্ষিণ আফ্রিকায় সেতু থেকে তীর্থ যাত্রীবাহী বাস খাদে, নিহত ৪৫ ◈ ২২ এপ্রিল ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তির সম্ভাবনা ◈ ইর্ন্টান চিকিৎসকদের দাবি নিয়ে প্রধানমন্ত্রী’র সঙ্গে কথা বলেছি: স্বাস্থ্যমন্ত্রী ◈ উন্নয়ন সহযোগীদের একক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী ◈ ড. ইউনূসের পুরস্কার নিয়ে ভুলভ্রান্তি হতে পারে: আইনজীবী  ◈ ত্রিশালে বাসের ধাক্কায় বিশ্ববিদ্যালয় ছাত্রসহ অটোরিকশার ৩ যাত্রী নিহত

প্রকাশিত : ০১ নভেম্বর, ২০১৮, ০৮:০৮ সকাল
আপডেট : ০১ নভেম্বর, ২০১৮, ০৮:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ম্যাজিশিয়ান আমি: মোশারফ করিম

মহিব আল হাসান: মোশারফ করিম বাংলাদেশি জনপ্রিয় নাট্য অভিনেতা। কমেডি ধারার নাটকেই বেশি অভিনয় করেন মোশারফ করিম। সিনেমাতেও দেখা যায় তাকে। নাটকে অভিনয়ের পাশাপাশি নাটক প্রযোজনা করে যাচ্ছেন সমান তালে। রাজধানীর পুবাইলে শুটিং চলছে মোশারফ করিম প্রযোজিত ‘চাটাম ঘর’। নাটকটি পরিচালনায় রয়েছেন শামীম জামান। পুবাইলে নাটকটির প্রথম লটের শেষ কাজ আজ। শুটিংয়ের ফাকেই সনামধন্য এই অভিনেতার মুখোমুখি হওয়া। এত ক্লান্তির মধ্যেও খোস মেজাজেই কথা বলতে শুরু করলেন মোশারফ করিম। আমাদের সময় ডট কমের পাঠকদের জন্য তুলে ধরা হলো আলাপের চুম্বক অংশ।

বর্তমান ব্যস্ততা নিয়ে জানতে চাই...
মোশারফ করিম: বর্তমান ব্যস্ততা ছোট পর্দা নিয়ে। নাটকে অভিনয়ের মধ্যে নিজের ব্যস্ততা। মাসের প্রতি সপ্তাহে শুটিং করতে হচ্ছে একদম বাহিরে সময় কাটাটে পারছি না। বছরের শেষ সময় এসেও অনেকগুলো নাটকে চুক্তিবদ্ধ হয়েছি।

প্রথমেই আজকের কাজটি নিয়ে কি কিছু বলবেন?
মোশাররফ করিম : আজকে যে নাটকের শুটিং করলাম এটার নাম ‘চাটাম ঘর’ । এখানে গ্রামের একজন মাতাব্বরকে নিয়ে গল্পটি গড়ে ওঠেছে।

নাটকে অভিনয় করতে বিরক্তি লেগেছে কখনও?
মোশারফ করিম: অভিনয় এমন একটা বিষয় যেটা অন্তর আত্মার সাথে কানেকশন করে রেখেছে। চাইলেও বিরক্ত হতে পারি না।

আপনাকে হাস্যরসাত্মক চরিত্রেই বেশি দেখা যায়। কোনও সময় এক ঘেয়েমি বা বোরিং লাগে না?
মোশাররফ করিম : একদমই না। আমাদের বাংলাদেশের মানুষ এন্টারটেইনমেন্টটা বেশি পছন্দ করে আনন্দটা চায় বেশি আর আমি সেই কাজটাই করি যেটা দর্শক দেখবে। তবে আমি হ্যাপি। হ্যাঁ, এর বাইরেও কিছু চরিত্রে কাজ করেছি। দর্শকরাই এটা ভালো জানেন। বাংলাদেশের নাটকের বড় বিষয় হচ্ছে বিভিন্ন উৎসব। উৎসবে এমন ধরনের নাটকই বেশি চলে। দর্শক চায়, আমিও চাই।

আপনি বড় পর্দা ও ছোট পর্দায় অভিনয় করছেন, নাটকে সমান তালে অভিনয় করলেও সিনেমাতে খুব একটা দেখা যায় না?
মোশারফ করিম: ছোট পর্দা কিংবা বড় পর্দা দুইটার বিষয় আলাদা। বর্তমান বাংলাদেশের সিনেমার অবস্থা খারাপ। ছবি নির্মাণ হচ্ছে কম। আর আমি যে প্যাটার্ণের গল্প পছন্দ করি সে অনুযায়ী গল্প না পাওয়ায় ছবিতে কাজ করা খুব একটা হয় না।

আপনার নাটক দর্শক এত দেখে কেনও?
মোশারফ করিম: ম্যাজিশিয়ান আমি (হাসি)। আমি নাটক কিংবা টেলিফিল্ম যখন করি বা অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয় তখন গল্পটা সম্পর্কে জেনে নেই। আর আমি সবসময় দর্শকদের নাটকের মাধ্যমে একটা ম্যাজেস দিয়ে থাকি। একারণ হয়ত আমার নাটক দর্শকপ্রিয় হয় । এবং বাকি বিষয়টা আল্লাহর রহমতে।

দেশ পেরিয়ে বিদেশেও মোশাররফ করিমের ভক্ত অগনিত, বিশেষণ প্রয়োজন হয় না, আপনার নামটাই একটা বিশেষণ। বিষয়টা আপনি কিভাবে দেখেন?
মোশাররফ করিম : আমি আসলে এগুলো নিয়ে চিন্তিত না। সবাই আহ্লাদ, ইচ্ছা থেকে এটা বলে। এটা আমাকে ভারাক্রান্ত করে না। নানা প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও কাজটা ঠিকঠাক করতে পারাটা আমার কাছে চ্যালেঞ্জ।

আপনার দৃষ্টিতে বর্তমানে টেলিভিশন ইন্ডাস্ট্রির অবস্থা কেমন?
মোশাররফ করিম : আমি খুব বেশি দেখার সময় পাই না। কিন্তু আমি একটা বিষয় বলতে চাই যে আমাদের কর্ম পরিবেশটা আরও স্মার্ট করা সম্ভব। এখানে অনেক মেধাবী লোকজন আছেন। আমাদের কাজের পরিবেশটা এখনো তৈরি হয়নি, আমরাই তৈরি করতে পারিনি। এটা করতে পারলে অনেকদূর এগিয়ে যেতাম এবং আরও অসাধারণ কাজ তৈরি হত।

বর্তমানে সেলিব্রেটিরা বিভিন্ন ব্যবসার সাথে জড়িত হচ্ছেন, এরকম চিন্তা করেছেন কখনও?
মোশারফ করিম: আসলে আমি কোনও ব্যবসার সাথে সম্পৃক্ত হয়নি। আমি অভিনয় শিল্পী তাই এদিকেই ঝোকটা বেশি। আপাতত এই চিনÍাভাবনা মাথায় রাখেনি। ব্যবসায়ী হতে চাই না অভিনয় শিল্পী হয়ে থাকতে চাই।
সংসার জীবন কেমন চলছে আপনার?
মোশারফ করিম: আলহামদুলিল্লাহ , বেশ ভালো আছি স্ত্রী জুঁই ও ছেলেকে নিয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়