Skip to main content

ফরিদপুর পাট গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবন করলো নতুন জাতের পাট

কান্তা আইচ রায় : ফরিদপুর পাট গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবন করছে বারি-১ নামে নতুন জাতের পাট। নতুন এ জাতের পাটের উৎপাদন অন্যান্য জাতের চেয়ে ২৫ শতাংশ বেশি হবে। এই জাতের পাট বীজ আগামী মৌসুমে বাজারজাত করার পরিকল্পনা চলছে। দেশের মোট উৎপাদনের ১৬ ভাগ পাট হয় ফরিদপুরে। সেখানে উৎপাদিত পাটের সবই তোষা জাতের। যা একর প্রতি উৎপাদন হয় ৩০ মণ পর্যন্ত। তবে গবেষকদের দাবি, ফরিদপুর পাট গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত বারি-১ জাতের তোষা পাটের ফলন অন্য যেকোন জাতের তুলনায় ২৫ ভাগ বেশি। এছাড়া মান ভালো এবং এই জাতের বীজে পোকামাকড়ের আক্রমণও কম হয়। ফরিদপুর পাট গবেষণা ইনস্টিটিউট এর বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ ফরিদ বলেন, ‘আশা করছি কৃষকরা এ পাট চাষ করে লাভবান হবেন।’ নতুন এই বীজ ভারত থেকে আমদানি করা পাটবীজের তুলনায় বেশ ভালো। এবং প্রতারিত হওয়ার সুযোগ কম থাকায় কৃষকরাও এর প্রতি আগ্রহী হয়ে ওঠছে। পাট গবেষণা ইনস্টিটিউট কর্তৃপক্ষ বলছে, বারি-১ জাতের তোষা পাট চাষ করে দেশে পাটের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব। ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ ড. মজিবুর রহমান বলেন, ‘চাষীর এ জাতের বীজ পেয়ে খুবই খুশি। তারা এ জাতের বীজই চাচ্ছে। এ বীজ যদি আমরা সারা দেশে ছড়িয়ে দিতে পারি তবে ভারত থেকে বীজ আমদানি অনেকাংশে কমানো যাবে।’ সূত্র : ডিবিসি নিউজ