Skip to main content

খাসোগজি নিয়ে অতিরিক্ত হৈচৈ যুক্তরাষ্ট্র-সৌদি সম্পর্কের জন্য হুমকি : সৌদি প্রিন্স

সান্দ্রা নন্দিনী : তুরস্কের সৌদি কনস্যুলেটে ভিন্নমতাবলম্বী সাংবাদিক জামাল খাসোগজির হত্যাকা- নিয়ে অতিরিক্ত হৈচৈ যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যকার কৌশলগত সম্পর্ককে প্রভাবিত করছে বলে মন্তব্য করেছেন সৌদি রাজপরিবারের সদস্য প্রিন্স তুর্কি বিন ফয়সাল আল সৌদ। বুধবার সৌদি আরবের সাবেক এ গুপ্তচর বিষয়কমন্ত্রী একথা বলেন। তিনি বলেন, সৌদি আরব সবসময়ই যুক্তরাষ্ট্রের সঙ্গে নিজেদের কৌশলগত সম্পর্ককে বিশেষ মূল্য দেয়। এর পাশাপাশি, সৌদি আরব চায় যুক্তরাষ্ট্রের সাথে একটি চিরস্থায়ী সম্পর্কের মধ্যে থাকতে। প্রসঙ্গত, সম্প্রতি খাসোগজি হত্যায় সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান জড়িত বলে অভিযোগ তুলে কয়েকজন মার্কিন আইনজীবী দেশটির ওপর অবরোধ আরোপের হুমকি দেন। তুর্কি বলেন, দুইদেশের মধ্যে চলা দীর্ঘ ৭০ বছরের বন্ধন আবারো হুমকির মুখে পড়েছে। খাসোগজির দুঃখজনক হত্যা এতে বিরূপ প্রভাব ফেলছে যা দুই দেশের কারো জন্যই ভালো কিছু বয়ে আনবে না। রয়টার্স

অন্যান্য সংবাদ